Sugar Test 2024: মাত্র ১০ টাকায় জানতে পারবেন আপনার রক্তে শর্করার পরিমাণ, কীভাবে? দেখুন।

Share:

Sugar Test 2024: বর্তমানে অনিয়ন্ত্রিত লাইফ স্টাইল এবং বিভিন্ন রোগের জন্য যেকোনো মানুষের রক্তের শর্করার ভারসাম্য বজায় থাকে না। এর ফলে সেবন করতে হয় একাধিক ওষুধ। শুধু তাই নয়, মাসে মাসে পরীক্ষাও করতে হয়। তবে এই পরীক্ষা, বেশ খরচ সাপেক্ষ।

ADVERTISEMENTS

Sugar Test 2024

রক্তে সুগারের মাত্রা পরিমাপে যুগান্তকারী পরিবর্তন! এমনই দাবী যোধপুর আইআইটির গবেষক দলের। গবেষক দলের তরফ থেকে দাবি তারা এমন একটি জিনিস তৈরি করেছেন যা দিয়ে খুব সহজেই রক্তের শর্করার পরিমাণ পরিমাপ করা যাবে।

রক্তে শর্করার পরিমাপ করতে কোনওরকম মেডিকেল সেন্টারে যেতে হবে না। খসাতে হবে না পকেট থেকে কোনওরকম টাকা। মাত্র কিছু খরচেই জানা যাবে রক্তের শর্করার পরিমাপ। এমন রিপোর্ট যে কেউ খুব সহজে দেখে নিতে পারবেন নিজের মোবাইলে। কী এমন জিনিস তৈরি করেছেন তাঁরা? বিস্তারিত রইল আজকের এই প্রতিবেদনে (Sugar Test 2024)।

আরও পড়ুন: Pradhanmantri Ujjwala Yojana 2024: রান্নার গ্যাসে ১ বছরে ভর্তুকি মিলবে ৩৬০০ টাকা, আবেদন করুন এখনই

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষক দল জানিয়েছেন, তাঁরা তৈরি করেছেন একটি পেপার বেস অ্যানালিটিকাল ডিভাইস। যা আদতে বায়োডিগ্রেডেবল পেপার। এটি দিয়েই পরিমাপ করা যাবে ব্লাড সুগারের পরিমাণ। যার সঙ্গে যোগ থাকবে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের। এখানেই ভেসে উঠবে রক্তের শর্করা কত রয়েছে।

ঘরে বসে রক্তের শর্করার মাত্রা নির্ণয় করার পরিমাপের ব্যবস্থা কিন্তু এই প্রথম নয়। এই ধরনের একাধিক মেডিকেল কিট ইতিমধ্যেই বাজারে পাওয়া যায়। কিন্তু এর সঙ্গে আইআইটির গবেষক দলের তৈরি এই কিটটির ফারাক রয়েছে বিস্তর (Sugar Test 2024)।

আরও পড়ুন: Aadhaar Pan Link 2024: লিংক না করায় PAN বন্ধ হয়েছে? কীভাবে আয়কর জমা করবেন, দেখুন।

এখানে শুধুমাত্র একটি পেপার দিয়েই পরিমাপ করা হবে রক্তের শর্করা। সেই গবেষক দলের পক্ষ থেকে আরও দাবি এই পদ্ধতির দ্বারা, রক্তে শর্করার পরিমাপ মাপতে পকেট থেকে খসাতে হবে মাত্র ১০ টাকা। যা যেকোনো জায়গাতেই করা যাবে বলে তাঁরা জানিয়েছেন।

এই যন্ত্রে কী সুবিধা থাকছে?

মাত্র ১০ টাকা খরচে যেমন ব্লাড সুগার পরিমাপ করা যাবে ঠিক তেমনি ফলাফল পাওয়া যাবে খুব দ্রুত। এই যন্ত্র পরীক্ষার সমস্ত পদ্ধতিকে আরো সস্তায় নিয়ে আসার চেষ্টা করবে। ভবিষ্যতে যাতে মাত্র ৫ টাকাতে ব্লাড সুগার পরিমাপ করা যায় সেই চেষ্টা চালাচ্ছেন গবেষক দল।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment