Anganwadi Recruitment 2024: নির্বাচনের পর্ব মিটলেই কয়েক হাজার শূন্য পদে নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি কর্মীর! আপাতত সামনে আসছে এমন খবর।
Anganwadi Recruitment 2024
আপাতত সারা দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই গতকাল সম্পন্ন হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে পঞ্চম দফার নির্বাচনী উৎসব। জানা যাচ্ছে এর পরেই বিভিন্ন কেন্দ্রে নিয়োগ করা হবে অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Recruitment 2024).
এক্ষেত্রে মোট কতগুলি শূন্য পদ রয়েছে? অঙ্গনওয়াড়ি নিয়োগের (Anganwadi Recruitment 2024) জন্য আবেদন ফি কত থাকবে? অঙ্গনওয়াড়ি নিয়োগের জন্য বয়সসীমা কী চাওয়া হয়েছে? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? কীভাবে সম্পন্ন হবে নির্বাচনী প্রক্রিয়া? অঙ্গনওয়াড়ি নিয়োগের (Anganwadi Recruitment 2024) জন্য প্রয়োজনীয় নথিপত্র কী লাগবে? কিভাবে করবেন আবেদন? সম্পূর্ণ বিস্তারিত রইল আমাদের আজকের এই প্রতিবেদনে।
বয়স সীমা
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চাইছেন তাদের নূন্যতম বয়সীমা অবশ্যই ১৮ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা অবশ্যই ৪২ বছর হতে হবে। এক্ষেত্রে যে কোনও মহিলা এখানে আবেদন করতে পারবেন।
অঙ্গনওয়াড়ি নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে?
যারা এখানে আবেদন করতে চান তাদের ন্যূনতম স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক পাশ করা বাধ্যতামূলক।
আরও পড়ুন: Anganwadi Recruitment 2024: ৫১,৮৪৪ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, কীভাবে আবেদন? জেনে নিন
কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং কতগুলি শূন্য পদ রয়েছে?
জানা যাচ্ছে এখানে অঙ্গনওয়াড়ি কর্মী, মিনি অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Recruitment 2024), আসা সহযোগিতার পদে নিয়োগ করা হবে। সুপারভাইজার সহ মোট শূন্য পদের উল্লেখ রয়েছে ১৩২২৫টি।
কীভাবে সম্পন্ন হবে নির্বাচনী প্রক্রিয়া?
এক্ষেত্রে কোনওপ্রকার পরীক্ষা দিতে হবে না চাকরিপ্রার্থীদের।
প্রয়োজনীয় নথি
- আবেদনকারী মহিলার আধার কার্ড
- ঠিকানা প্রমাণ
- বর্তমান মোবাইল নম্বর
- পাসপোর্ট সাইজ ছবি
- শিক্ষাগত নথি
- বিবাহের সনদপত্র
- বিপিএল কার্ড
- জাত শংসাপত্র
- বয়সের শংসাপত্র ইত্যাদি
আবেদন প্রক্রিয়া
এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অফলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। সর্বপ্রথম ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটি তারপর খুলে যাবে একটি মূল পেজ। সেখানেই বিজ্ঞপ্তি মধ্যে থাকা ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নিতে হবে। এরপর সমস্ত দরকারি তথ্য লিখে এই আবেদন পত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করতে হবে। নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে দিতে হবে এটি।