India Post GDS Recruitment 2024: পোস্ট অফিসে কর্মী নিয়োগ, ৪০,০০০ শুন্যপদে চাকরি, আজই করুন আবেদন

Share:

India Post GDS Recruitment 2024: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ইন্ডিয়ান পোস্ট অফিসের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে উল্লেখ করা হয়েছে একাধিক শূন্য পদের।

ADVERTISEMENTS

কোন কোন পদে চলছে আবেদন? মোট কতগুলি শূন্য পদ রয়েছে? কীভাবে করবেন আবেদন? বয়স সীমা কত থাকতে হবে? শিক্ষাগত যোগ্যতা কত চাওয়া হয়েছে? সমস্ত কিছুই বিস্তারিত রইল আমাদের আজকের এই প্রতিবেদনে।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?

প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া (India Post GDS Recruitment 2024) সম্পন্ন করা হবে, ইন্ডিয়ান পোস্ট এর গ্রামীণ পোস্টের সার্ভিসের পক্ষ থেকে। শূন্য পদ রয়েছে মোট ৪০ হাজারটি। নিয়োগ করা হবে:

  • পোষ্ট মাস্টার
  • সহকারি শাখা পোস্টমাস্টার
  • ডাক সেবক
  • শাখা পোস্ট অফিস প্রভৃতি পদে।

কবে থেকে শুরু হতে পারে এই নিয়োগ প্রক্রিয়া (India Post GDS Recruitment 2024)?

জানা যাচ্ছে, মে মাসের শেষ সপ্তাহ কিংবা জুনের প্রথম সপ্তাহ থেকেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

আরও পড়ুন: WB Fishery Recruitment 2024: রাজ্যের মৎস গবেষণা কেন্দ্রে কর্মী নিয়োগ, স্নাতক পাসে ৩০০০০ টাকা!

এখানে আবেদন করার জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে?

যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদের অবশ্যই ম্যাট্রিকুলেশন বা দশম শ্রেণি পাস করতে হবে।। এছাড়াও ইংরাজী বিষয় পড়াশোনা করতে হবে আবেদনকারীকে। জানতে হবে নিজের মাতৃভাষাও।

কীভাবে প্রার্থী বাছাই করে নেওয়া হবে?

সংক্ষিপ্ত তালিকা ভুক্ত প্রার্থীদের জন্য তাদের মেধা তালিকার ওপর ভিত্তি করে প্রার্থী বাছাই করে নেওয়া হবে। এক্ষেত্রে দশম শ্রেণীর (India Post GDS Recruitment 2024) পারফরমেন্সের ওপর ভিত্তি করে প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

বয়স সীমা কী চাওয়া হয়েছে?

যেসব চাকরি-প্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদের বয়স সীমান নূন্যতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি কত রয়েছে?

সাধারণ শ্রেণীর আওতাভুক্ত মানুষদের জন্য আবেদন ফি হিসেবে দিতে হবে ১৫০ টাকা। অনগ্রসর শ্রেণীর আওতাভুক্ত যারা রয়েছেন তাদেরকেও দিতে হবে ১৫০ টাকা। এছাড়া অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ এবং মহিলা প্রার্থীদের ও দিতে হবে ১৫০ টাকা। তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য বিনামূল্যে এখানে আবেদন করা যাবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment