Ration Card 2024: বাতিল হয়ে যাচ্ছে একগুচ্ছ রেশন কার্ড! কীভাবে আপনার রেশন কার্ড চালু রাখবেন জানেন? যতদিন এগোচ্ছে ততই রেশন কার্ডের গুরুত্ব বেড়েই চলেছে। সম্প্রতি প্রত্যেকের জীবনে রেশন কার্ড গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হয়ে উঠেছে।
Ration Card 2024
বর্তমানে এমন খবর সামনে আছে যা দেখে রীতিমতো প্রত্যেকের চিন্তিত হয়ে পড়ছেন। বাতিল হয়ে যাচ্ছে একাধিক রেশন কার্ড। ইতিমধ্যেই যাদের রেশন কার্ড (Ration Card 2024) বাতিল হয়ে গিয়েছে তাদের ফোনের মধ্যে চলে এসেছে মেসেজ। কপালে পড়ে গিয়েছে চিন্তার ভাঁজ। রাতে রীতিমতো উড়েছে ঘুম।
খুব স্বাভাবিকভাবেই এমন প্রয়োজনীয় নথি বাতিল হওয়ায় একাধিক সমস্যার সম্মুখীন হয়েছেন তারা। তবে হঠাৎ কী কারণে রেশন কার্ড (Ration Card 2024) বাতিল করে দেওয়া হচ্ছে? এই বিষয়ে এখনো পর্যন্ত অনেকেই বুঝে উঠতে পারছেন না কিছুতেই! অনেকেই ভাবছেন কোন কিছু না করে কেন হঠাৎ বাতিল হয়ে গেল রেশন কার্ড! তবে এর পিছনে লুকিয়ে রয়েছে একটি কারণ।
কেন হঠাৎ রেশন কার্ড (Ration Card 2024) বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে?
গত বছর থেকেই রেশন কার্ড গ্রাহকদের অনুরোধ করা হচ্ছিল তারা যেন যথাযথ কেওয়াইসি করিয়ে নেন। এতদিন কেটে যাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত বহু গ্রাহক রয়ে গিয়েছেন যারা নিজেদেরকেওয়াইসি সঠিকভাবে সম্পন্ন করে উঠতে পারেননি। তাই সেই সমস্ত গ্রাহকদের রেশন কার্ড ইতিমধ্যেই বেছে বেছে বাতিল করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: RBI New Rules 2024: RBI এর বড় ঘোষণা, এই নিয়ম না মানলেই হবে শাস্তি হবে
যাদের রেশন কার্ড বাতিল হয়ে গিয়েছে তাদের নেই কোন চিন্তার কারণ। জানা যাচ্ছে বাড়িতে বসে খুব সহজেই কেওয়াইসি সম্পন্ন করে নিতে পারবেন প্রত্যেকে। তবে কীভাবে করাবেন বাড়িতে বসে কেওয়াইসি? আমাদের প্রতিবেদনে রইল বিস্তারিত।
বাড়িতে বসে কীভাবে রেশন কার্ডের কেওয়াইসি করাবেন?
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছিল ২০২১ সালে রথীন ঘোষ খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে আসার পর এখনো পর্যন্ত বাতিল হয়ে গিয়েছে একাধিক রেশন কার্ড। সংখ্যাটা বর্তমানে হয়ে দাঁড়িয়েছে এক কোটি ৬৬ লক্ষ। এখনো পর্যন্ত যদি কোনো গ্রাহক নিজেদের সঠিক তথ্য জমা না দিয়ে থাকেন তাহলে ফের বাতিল হয়ে যাবে রেশন কার্ড।
নিজেদের রেশন কার্ডের কেওয়াইসি করানোর জন্য কোনওরকম লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। গ্রাহকরা একেবারে বাড়িতে বসেই সম্পন্ন করে নিতে পারবে নিজেদের কেওয়াইসি। কীভাবে নিজেদের কেওয়াইসি সম্পন্ন করবেন অনলাইনের মাধ্যমে জানেন?
কীভাবে অনলাইনের মাধ্যমে করবেন কেওয়াইসি?
অনলাইনের মাধ্যমে কেওয়াইসি করতে হলে প্রথমেই চলে যেতে হবে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানেই ক্লিক করতে হবে চেক ইয়োর রেশন স্ট্যাটাসে। এরপর ধাপে ধাপে ক্যাপচা বসিয়ে চার্জ করতে হবে।
যদি রেশন কার্ড অ্যাকটিভ থাকে তাহলে সে ক্ষেত্রে একটিভ স্ট্যাটাস দেখাবে। নয়তো সেখানে গ্রাহকেরা দেখতে পাবেন ডিএক্টিভ স্ট্যাটাস। এক্ষেত্রে ক্লিক করতে হবে ডু ইওর কেওয়াইসি অপশনে। খুলে যাবে একটি নতুন পেজ। সেখানে নিজের রেশন কার্ডের নম্বর ক্যাটাগরি আধার কার্ডের নম্বর বসিয়ে নিতে হবে। এরপরই মোবাইলে চলে আসবে একটি ওটিপি। সেটি সঠিকভাবে বসিয়ে নিলেই ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে।