Post Office Scheme 2024: এই স্কিমে বিনিয়োগ করলেই রাতারাতি হবেন মালামাল, আজই করুন আবেদন!

Share:

Post Office Scheme 2024: পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করলেই রাতারাতি হয়ে যাবেন মালামাল। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই বিনিয়োগ করেছেন নয় লক্ষ্যেরও বেশি টাকা। আপনিও যদি এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে পেয়ে যাবেন দুর্দান্ত রিটার্ন।

ADVERTISEMENTS

Post Office Scheme 2024

নিশ্চয়ই ভাবছেন কোন স্কিমের কথা বলছি আমরা? কীভাবেই বা করবেন আবেদন? কারা কারা মূলত এখানে বিনিয়োগ করতে পারবেন? এক লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ রিটার্ন কত মিলবে? সবকিছুই বিস্তারিত আলোচনা করা হলো আমাদের আজকের এই প্রতিবেদনে।

কোন স্কিমের কথা বলছি আমরা?

জাতীয় সঞ্চয় সংশা পত্র বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (Post Office Scheme 2024). এই স্কিমের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ৯.১২ লক্ষ টাকা বিনিয়োগ করে ফেলেছেন। এমনকি এই স্কিমে রয়েছে চমৎকার রিটার্ন।

কারা কারা বিনিয়োগ করতে পারবেন?

এই স্কিমে বিনিয়োগ করার জন্য অবশ্যই হতে হবে একজন ভারতীয় নাগরিক। রাখতে হবে নিজেদের জয়েন্ট অ্যাকাউন্ট। দুই থেকে তিনজন যৌথ অ্যাকাউন্ট খুললে এখানে বিনিয়োগ করতে পারবেন।

পিতা মাতা কিংবা অভিভাবকেরা নাবালকের নামে এখানে করতে পারবেন বিনিয়োগ। ঠিক একইসঙ্গে একাধিক ন্যাচারাল সেভিংস সার্টিফিকেট অ্যাকাউন্ট খুলতে পারবেন ব্যবহারকারী।

সর্বনিম্ন কত টাকা বিনিয়োগ করতে হবে?

এই স্কিম অনুযায়ী সর্বনিম্ন বিনিয়োগ করতে হবে হাজার টাকা। এখানে সর্বাধিক বিনিয়োগের জন্য কোনরকম সীমা নির্ধারণ করা হয়নি এখনো পর্যন্ত। যদি কোন ব্যক্তি এই স্কিমের আওতায় বিনিয়োগ করেন তাহলে এই স্কিমের অধীনে ট্যাক্সের বেনিফিট পেয়ে যাবেন ব্যবহারকারীরা (Post Office Scheme 2024).

আরও পড়ুন: India Post GDS Recruitment 2024: পোস্ট অফিসে কর্মী নিয়োগ, ৪০,০০০ শুন্যপদে চাকরি, আজই করুন আবেদন

যদি কোনও ব্যবহারকারী প্রধানমন্ত্রীর সমান বিনিয়োগ করতে চান তাহলে তিনি কত রিটার্ন পাবেন?

এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো যদি এই প্রকল্পের প্রধানমন্ত্রীর সমান কেউ বিনিয়োগ করতে চান তাহলে রিটার্ন পাবেন মোটা অংকের টাকা।

যদি কোনও ব্যক্তি প্রধানমন্ত্রীর সমান পরিমাণে (Post Office Scheme 2024) বিনিয়োগ করেন তাহলে সে ক্ষেত্রে পাঁচ বছরে ৪ লক্ষ ৯৫১৯ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। এইভাবে মোট ম্যাচুরিটি সময় হাতে পেয়ে যাবেন ১৩ লক্ষ ২১ হাজার ৫১৯ টাকা।

এক্ষেত্রে যদি কোনও ব্যক্তি নয় লক্ষ টাকা অবধি বিনিয়োগ করেন এবং সুদ হিসাবে চার লক্ষ ৪১৩০ টাকা পেয়ে যান তাহলে মেয়াদ পূর্তির সময় তার মোট মূলধনের পরিমাণ হবে ১৩ লক্ষ ৪১৩০ টাকা।

১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের রিটার্ন মোট কত হবে?

এক্ষেত্রে এক লক্ষ টাকা যদি কেউ বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে সুদ হবে ৪৪ হাজার ৯০৩ টাকা এবং যখন ম্যাচিওর হবে তখন মোট টাকার পরিমাণ হয়ে দাঁড়াবে এক লক্ষ ৪৪ হাজার ৯০৩ টাকা। ২ লক্ষ টাকা যদি কেউ বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে এখানে সুদ হবে 79 হাজার 8 শো ষাট টাকা এবং ম্যাচুরিটি যখন হবে তখন তার পরিমাণ হবে ২ লক্ষ ৭৯ হাজার ৮০৭ টাকা।

চার লক্ষ টাকা যদি কেউ বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে সুদ পাবেন এক লক্ষ ৭৯ হাজার ৬১৪ টাকা এবং মেয়াদ পূর্তির সময় যদি কেউ বিনিয়োগ করে থাকেন তাহলে তার সুদ হবে ২ লক্ষ।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment