Indian Air Force Recruitment: ভারতীয় বায়ুসেনাতে অগ্নিবীর বায়ু পদে নিয়োগ, কীভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত

Share:

Indian Air Force Recruitment: প্রত্যেক ভারতীয়ের হৃদয়ে, ভারতীয় বায়ুসেনার (IAF) বিমানের উড়ন্ত ডানাগুলি শক্তি, সাহস এবং দেশপ্রেমের প্রতীক গাঁথা রয়েছে। আকাশ রক্ষা এবং আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য একটি অটল প্রতিশ্রুতি সহ, ভারতীয় বায়ুসেনা ভারতের প্রতিরক্ষা বাহিনীর অগ্রভাগে রয়েছে। আর এই ভারতীয় বায়ুসেনাতে (Indian Air Force) যোগদান করে যারা প্রতিনিয়ত আকাশে ওড়ার স্বপ্ন দেখে যাচ্ছেন তাদের জন্য এলো একটি ভালো সুখবর।

ADVERTISEMENTS

বীরত্ব এবং পেশাদারিত্বের জন্য বিখ্যাত ভারতীয় বায়ুসেনা সম্প্রতি অগ্নিবীর নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তরুণ ভারতীয়রা যারা সাহস, ত্যাগ ও গর্বের সাথে জাতির সেবা করতে ইচ্ছুক তাদের জন্যই এই নিয়োগ। Indian Air Force Recruitment 2023.

More Job: Ramakrishna Mission Recruitment: রামকৃষ্ণ মিশন স্কুলে অ্যকাউন্টেন্ট নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

দেশের সমস্ত অবিবাহিত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। চার বছরের জন্য এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করতে হবে, যোগ্যতা কি লাগবে, বয়স কত দরকার, আবেদন শেষ কবে ইত্যাদি যাবতীয় তথ্য নিচের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো।

Air Force Recruitment 2023 Job Details

পদের নাম: অগ্নিবীর বায়ু / Agniveer Vayu

বেতন: চার বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে। বছর অনুয়ায়ী বেতনের পরিমাণ আলাদা হবে। প্রথম বছরে 30,000, দ্বিতীয় বছরে 33,000, তৃতীয় বছরে 36,500 এবং চতুর্থ বছরে 40,000 টাকা বেতন বাবদ প্রার্থীদের দেওয়া হবে।

শূন্যপদের সংখ্যা: মোট শূন্যপদের সংখ্যা সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্ত কোনোকম তথ্য উল্লেখ করা হয়নি। বিস্তারিত জানতে অফিসিয়ার বিজ্ঞপ্তি ডাউনলোড করে শেষ পর্যন্ত পড়ুন।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। অথবা, তিন বছরের ডিপ্লোমা কোর্স করে থাকলেও আবেদন করা যাবে। আবেদনকারী প্রার্থীদের অবশ্যই অবিবাহিত থাকতে হবে। এছাড়াও পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা করে উচ্চতা, বুকের ছাতি, ওজন ইত্যাদি আরও কিছু শর্ত রযজুনে পূরণ করতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।

Job News: বিপূল সংখ্যক শূন্যপদে সাব ইন্সপেক্টর নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন | SSC Sub Inspector Recruitment 2023

বয়সসীমা: আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারী প্রার্থীদের জন্ম  27.06.2003 থেকে 27.06 2006 তারিখের মধ্যে হতে হবে।

নিয়োগ পদ্ধতি: এখানে লিখিত পরীক্ষা এবং মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে।

Indian Air Force Recruitment Application Procedure
WBPSC Recruitment 2023

আবেদন পদ্ধতি: এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে https://agnipathvayu.cdac.in. ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে একে একে নিজেদের ছবি, স্বাক্ষর, শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র সহ সমস্ত দরকারী ডকুমেন্টস আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য জমা দিয়ে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে। এখানে আবেদন করার শেষ দিন 17 August 2023 তারিখ।

আবেদন মূল্য: এখানে আবেদন মূল্য বাবদ 250 টাকা ধার্য করা হয়েছে।

Official Notification : Click Here

ইন্ডিয়ান এয়ার ফোর্স অগ্নিবীরায়ু এই নিয়োগ (Indian Air Force Recruitment) শুধুমাত্র একটি কর্মজীবনের প্রবেশদ্বার নয়, এটি একটি অতুলনীয় বীরত্ব এবং প্রবল আগ্রহের সাথে মাতৃভূমির সেবা করার একটি সুযোগ। যারা আকাশে ওড়ার স্বপ্ন দেখার সাহস করে তাদের জন্য আকাশের কোন সীমা নেই। তরুণ ভারতীয়রা যখন বিমান যোদ্ধাদের দায়িত্ব নিতে এগিয়ে যায়, তারা সাহস, ত্যাগ এবং গর্বের উত্তরাধিকারকে ধরে রাখে যা ভারতীয় বিমান বাহিনীকে সংজ্ঞায়িত করে। অগ্নিবীরায়ুর সাথে, ভারতীয় বিমান বাহিনী ক্রমাগত উড্ডয়ন, সদা সজাগ, এবং চিরকাল জাতির সেবায় অগ্রসর থাকে।

Official Website : Click Here

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment