Ramakrishna Mission Recruitment: রামকৃষ্ণ মিশন স্কুলে অ্যকাউন্টেন্ট নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

Share:

Ramakrishna Mission Recruitment: আজকের দ্রুত-গতির বিশ্বে  এক শতাব্দীরও বেশি সময় ধরে, রামকৃষ্ণ মিশন (Ramakrishna Mission) একটি পথপ্রদর্শক শিক্ষাপ্রতিষ্ঠান, সেবা, আধ্যাত্মিকতা এবং সামাজিক উন্নতির পথকে আলোকিত করে আসছে। শ্রী রামকৃষ্ণ পরমহংস এবং তাঁর শ্রদ্ধেয় শিষ্য স্বামী বিবেকানন্দের শিক্ষা ও আদর্শের মধ্যে নিহিত, রামকৃষ্ণ মিশন যেন একটি শিক্ষা অভয়ারণ্য হিসাবে দাঁড়িয়ে আছে যা অন্যদের জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে চায়।

ADVERTISEMENTS

Ramakrishna Mission Recruitment 2023

এই রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Mission) প্রাথমিক লক্ষ্য হল সেবা, শিক্ষা এবং আধ্যাত্মিক উন্নয়নের মাধ্যমে মানুষের দুঃখকষ্ট দূর করা এবং সমাজের উন্নতি করা। বর্তমানে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন কেন্দ্র, স্কুল, হাসপাতাল এবং দাতব্য উদ্যোগের মাধ্যমে, মিশনটি অগণিত মানুষের জীবনকে স্পর্শ করেছে, সুবিধাবঞ্চিতদের উন্নীত করেছে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি প্রচার করেছে।

সম্প্রতি রামকৃষ্ণ মিশন স্কুলে কর্মী নিয়োগের (Ramakrishna Mission Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমাদের রাজ্যের সবকটি জেলা থেকে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে এখানে। রামকৃষ্ণ মিশনের এই নিয়োগ সম্পর্কিত আরও বিস্তারিত জানতে নিচের লেখা প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদের নাম: অ্যকাউন্টেন্ট (Accountant)

শূন্যপদের সংখ্যা: এখানে মোট 1 টি শূন্যপদে নিয়োগ করা হবে।

বেতন: উক্ত পদে কর্মরত প্রার্থীকে মাসিক 17,550 টাকা করে দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নূন্যতম B.Com পাশ করে থাকতে হবে। আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই পুরুষ হতে হবে। পাশাপাশি Accounts, Computer Operation, Internet, Typing and E-Communication, Tally এবং G.S.T সম্পর্কিত বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: এই পদের জন্য আবেদনকারীর বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থীদের জন্য নির্দিষ্ট বয়সের ছাড় দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি: অফিসিয়াল নোটিশ অনুযায়ী সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি: উপরে আলোচিত পদের জন্য  আবেদন করা যাবে অফলাইনে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। আবেদনপত্রটি পূরণের পরে আবেদনপত্র এবং শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় নথিপত্র একসাথে সংযুক্ত করুন। সবশেষে আবেদন মূল্য জমা দিয়ে আবেদনপত্রটি নীচের ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে। আগামী 28 জুলাই, 2023 তারিখের বিকেল 4.30 টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

আবেদন মূল্য: সকল প্রার্থীর আবেদন মূল্য বাবদ 200 টাকা করে ধার্য করা হয়েছে।

আবেদন জমা দেওয়ার ঠিকানা:

Ramakrishna Mission Vidyalaya
(A Residential School for boys with H. S. Section) Narendrapur, Kolkata-70010

Official Notification: Click Here

Official Website: Click Here

নিঃস্বার্থ এবং আধ্যাত্মিক জ্ঞানার্জনের নীতির উপর প্রতিষ্ঠিত, এই শ্রদ্ধেয় সংগঠনটি এক শতাব্দীরও বেশি সময় ধরে অক্লান্তভাবে মানবতার সেবা করে চলেছে, বিশ্বজুড়ে অগণিত ব্যক্তির হৃদয়ে একটি অমোঘ চিহ্ন রেখে গেছে। আপনি যদি ভিতর থেকে মানবতার সেবা করার আহ্বান অনুভব করেন তাহলে রামকৃষ্ণ মিশনের এই নিয়োগ (Ramakrishna Mission Recruitment) আপনার জন্য সেরা যুযোগ হতে পারে। মনে রাখবেন, স্বামী বিবেকানন্দ যেমন বলেছিলেন, “তারাই বেঁচে থাকে যারা অন্যের জন্য বাঁচে; বাকিরা বেঁচে থাকার চেয়ে বেশি মৃত।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment