E Mudra Loan 2024: মাত্র 5 মিনিটে পাবেন দরকারি টাকা, আজই আবেদন করুন এই বিশেষ স্কিমে

Share:

E Mudra Loan 2024: সম্প্রতি মানুষের সুবিধার জন্য একের পর এক স্কিম নিয়ে হাজির হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেকোনো পরিস্থিতিতেই যাতে মানুষ সেই স্কিমের সুবিধা উপভোগ করতে পারেন সেই দিকেও নিশ্চিত করছেন তিনি।

ADVERTISEMENTS

ইতিমধ্যে বেশ কিছু লাভজনক স্কিমের সঙ্গে পরিচিতি করিয়েছেন সাধারণ মানুষের (E Mudra Loan 2024)। তবে সম্প্রতি এনেছেন আরো এক নতুন স্কিম। যে স্কিমকে কাজে লাগিয়ে অনায়াসেই মানুষ পাবেন বিভিন্ন লোনের সুবিধা।

March Holiday 2024: চারদিন লম্বা ছুটির ঘোষণা, দেখুন তালিকা, বন্ধ থাকবে সব, আনন্দে লাফাবেন

যে কোনও মানুষেরই স্বপ্ন থাকে নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করার। তবে অনেক সময় পর্যাপ্ত পরিমাণে পুঁজির অভাব সেই স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে আমাদের মত মধ্যবিত্ত পরিবারের লোকেদের কাছে রোজ ৮ ঘণ্টা করে কাজ করা ছাড়া আর কোন রাস্তা খোলা থাকে না।

অনেক সময় দেখা গিয়েছে অনেকেই এই টানা ৮ ঘণ্টা কাজের অত্যাধিক চাপ নিতে পারেন না। তখন তারা স্বপ্ন দেখে নিজের ব্যবসা প্রতিষ্ঠা করে নিজের পায়ে দাঁড়ানোর। তবে সেই ব্যবসার প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত পরিমাণে পুজি কোথায়! এবার সেই সুবিধাই দিচ্ছে মোদি সরকার (E Mudra Loan 2024)।

সম্প্রতি এমন এক লোনের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি যেটিতে লোন নিতে গেলে দিতে হয় না কোনও গ্যারান্টি। এমনকি কম সুদের হারেও পাওয়া যায় সেই লোন। এই লোন প্রকল্পের নাম হল ই মুদ্রা লোন (E Mudra Loan 2024)।

এই লোন প্রকল্পকে ভাগ করা হয়েছে মোট তিনটি বিভাগে।

শিশু লোন- যেখানে ৫০,০০০ টাকা পর্যন্ত লোন নেওয়া যায়।

কিশোর লোন- যেখানে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়া যায়।

তরুণ লোন- যেখানে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়া যায়।

কারা কারা পাবেন এই লোনের (E Mudra Loan 2024) সুবিধা পাবেন?

যিনি লোন নিয়ে চান তাঁকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। যদি থাকে ব্যাঙ্ক ডিফল্ট এর কোনও রেকর্ড, তাহলে ঋণ পাওয়া যাবে না। কোনওরকম কোনও কর্পোরেট প্রতিষ্ঠানকে এই লোন দেওয়া হবে না। যিনি আবেদন করছেন তাঁর বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। আবেদনকারীর বয়স অবশ্যই হতে হবে ১৮ বছরের বেশি।

কীভাবে আবেদন করবেন (E Mudra Loan 2024)?

mudra.org.in– লগ ইন করতে হবে প্রথমেই। কী ধরনের লোন লাগবে, তা বাছাই করতে হবে যিনি লোন নিতে চাইছেন তাঁকে। এরপর করতে হবে ফর্ম ডাউনলোড।

ফর্ম সম্পূর্ণভাবে পূরণ করে জমা দিতে হবে কাছাকাছি কোনও ব্যাঙ্কের শাখায় গিয়ে।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment