SBI Personal Loan 2024: হঠাৎ টাকার প্রয়োজন? মাত্র 5 মিনিটে টাকা পাবেন, সাহায্য করছে এই ব্যাংক

Share:

SBI Personal Loan 2024: বর্তমানে প্রত্যেকেই চান নিজেদের স্বপ্ন পূরণ করতে। কিন্তু আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষদের স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়ায় পর্যাপ্ত পরিমাণে টাকার যোগান না থাকা। সেক্ষেত্রে অনেকেই নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য হাঁটেন লোন নেওয়ার পথে।

ADVERTISEMENTS

Apply for SBI Personal Loan 2024 Online in India

কোনও ব্যাংক থেকে কীভাবে লোন নিলে পড়বে কম সুদ তা জানা নেই অনেকেরই। অনেকেই লোন নিতে গিয়ে করে ফেলেন বড়সড় ভুল। সেক্ষেত্রে গুণতে হয় তাদের বড় অঙ্কের সুদের মাশুলও। তবে সম্প্রতি সুখবর যারা লোন নিতে চান তাদের জন্য।

March Holiday 2024: চারদিন লম্বা ছুটির ঘোষণা, দেখুন তালিকা, বন্ধ থাকবে সব, আনন্দে লাফাবেন

লোন দিচ্ছে এসবিআই থেকে। এসবিআই (SBI Personal Loan 2024) এর চেয়ারম্যান দীনেশ খড় জানিয়েছেন, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই বিশেষ লোনের ব্যবস্থা চালু করা হয়েছে। নিশ্চয়ই এবার মনে প্রশ্ন জাগছে কিভাবে কোথায় কী কী নথিপত্র জমা দিয়ে এই লোনের সুবিধা নেওয়া যাবে!

এস বি আই এর এই পার্সোনাল লোনটি আসলে চালু করা হয়েছিল করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের সময়। যে সমস্ত ব্যক্তিরা করোনা আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হতেন সেক্ষেত্রে সেই ব্যক্তির যাবতীয় খরচ দেওয়া হতো এই লোনের মাধ্যমে।

Benefits of SBI Personal Loan 2024:

এসবিআই এর প্রদত্ত তথ্য অনুযায়ী এই পার্সোনাল লোন (SBI Personal Loan 2024) নিতে হলে অবশ্যই গ্রাহককে ভারতীয় নাগরিক হতে হবে। চিকিৎসা বাবদ হিসেবে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা অবধি এই লোন নেওয়া যাবে। এই লোন নেওয়ার জন্য কোনরকম গ্যারান্টি প্রয়োজন পড়ে না।

গ্রাহকদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখেই এই লোন মাত্র চার পার্সেন্ট সুদের হারে দেওয়া হয়ে থাকে। এই লোন নিতে গেলে প্রয়োজন হয় না কোন গ্যারান্টি এর। যেকোনো সেলাইড, নন সালারাইড সব ব্যক্তিরা এই এই লোনের সুবিধা পেতে পারেন।।

How to apply for SBI Personal Loan 2024 via online?

এক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। যেকোনো সুবিধাভোগীকে চলে যেতে হবে এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে এসবিআই এর পার্সোনাল লোন সেকশনে ঢুকতে হবে। স্ক্রিনের সামনে চলে আসবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মে পূরণ করতে হবে যা যা নথিপত্র চাওয়া হয়েছে এসবিআই এর তরফ থেকে। তারপর ক্লিক করে দিতে হবে সাবমিট অপশনে।

How to apply for SBI Personal Loan 2024 via offline?

যেসব ব্যক্তিরা অনলাইন সুবিধা ভোগ করতে পারবেন না তাদের জন্য রয়েছে অফলাইনের ব্যবস্থাও। সেক্ষেত্রে গ্রাহককে নিকটবর্তী এসবিআই এর কোনও শাখায় চলে যেতে হবে। সেখান থেকে আবেদন পত্র পূরণ করে প্রয়োজনীয় নথি সমেত জমা দিতে হবে। যদি সব নথি ঠিক থাকে তাহলে মাত্র ১-২ দিনের মধ্যেই সেই লোন অ্যাপ্রুভ হয়ে যাবে।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment