Ration Card 2024: রেশন কার্ড থাকলেই পাবেন মাথাপিছু 200 টাকা, পুরোটা জানলে আনন্দে আত্মহারা হবেন

Share:

এবার শুধু রেশন নয়, রেশনের (Ration Card) সঙ্গে পাবেন টাকাও! হ্যাঁ ঠিকই শুনছেন, সম্প্রতি এমনই স্কিমের ঘোষণা করা হয়েছে এই রাজ্যে। এতদিন মানুষ বিনামূল্যের রেশনের সুবিধা পেয়ে এসেছেন। যেখানে প্রত্যেক গ্রাহকের জন্য বাধা ধরা কিছু পরিমাণ চাল ডাল ইত্যাদি দেওয়া হতো।

ADVERTISEMENTS

Ration Card holders can get money

সামনেই লোকসভা ভোট, সেই বিষয়টি মাথায় রেখে একের পর এক রাজ্যের মন্ত্রী জনগণের (Ration Card) জন্য বিভিন্ন রকম সুবিধা ঘোষণা করছেন। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বাড়িয়েছেন কন্যা সুমঙ্গল যোজনার প্রাপ্য টাকা। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাড়িয়েছেন লক্ষ্মী ভাণ্ডারের টাকাও।

পশ্চিমবঙ্গের বাজেট ঘোষণা করা হয় সেই দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন আরো বেশ কিছু উল্লেখযোগ্য স্কিম। সাধারণ মানুষের জন্য সত্যিই সুবিধাজনক। সম্প্রতি এবার একই পথে হাঁটলেন কর্নাটক রাজ্যের মুখ্যমন্ত্রীও।

Ram Mandir – এইবার ভারতীয় 500 টাকার নোটে দেখা মিলবে রামের ছবি? এই টাকা টাকা সৌভাগ্য আনবে!!

রেশনের সঙ্গে টাকা পাওয়ার সুবিধা (Ration Card) পশ্চিমবঙ্গে নয়, পাবেন কর্ণাটক রাজ্যের বাসিন্দারা। কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী চালু করেছেন অন্ন ভাগ্য যোজনা স্কিম। মানুষ পাঁচ কেজি চালের পরিবর্তে পাবেন ১৭০ টাকা। প্রত্যেক গ্রাহকের মাথাপিছু দেওয়া হবে এই টাকা। অর্থাৎ যদি কারোর বাড়িতে একজন মেম্বার থাকেন সেক্ষেত্রে তিনি পাবেন ১৭০ টাকা। যদি দুজন থাকেন তাহলে তিনি পাবেন ৩৪০ টাকা (১৭০+১৭০ টাকা)।

এই সুবিধা মূলত পাবেন যেসব গ্রাহকদের রয়েছে বিপিএল কার্ড (Ration Card)। কেন্দ্রীয় সরকার থেকে সম্প্রতি দেওয়া হয়ে থাকে ৫ কেজি চাল। নির্বাচনের সময় কর্ণাটক রাজ্যের কংগ্রেস সরকার কথা দিয়েছিলেন তারা গরীব মানুষদের ১০ কেজি চাল দেবেন। যেহেতু কেন্দ্র থেকে দেওয়া হয় ৫ কেজি চাল। তাই এখনও অবধি তারা ৫ কেজি চালই দিয়ে থাকেন। এই সুবিধা পাবেন ১.২৮ কোটি গ্রাহক।

কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে তারা অতিরিক্ত ৫ কেজি চাল দিতে পারবে না (Ration Card)। কর্ণাটকের মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ওয়্যারহাউজিং কর্পোরেশন এবং নাফেডের মতো কেন্দ্রীয় প্রতিষ্ঠানের কাছ থেকে এই চাল কিনতে চান তারা।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment