Google Pay Shut Down 2024: ইতিমধ্যেই ভারতে ঘোষিত হয়ে গিয়েছে পেটিএম বন্ধ হওয়ার বিষয়টি। তবে এবার পেটিএম এর পর বন্ধ হতে চলেছে গুগল পে এর সার্ভিসও! যা শুনে রীতিমতো মাথায় হাত পড়েছে বহু মানুষের।
Google Pay To Shut Down In US
গত ২০২২ সালে গুগল পে ওয়ালেট আসার সঙ্গে সঙ্গে google pay অ্যাপটি প্রত্যেক মানুষের কাছেই প্রথম পছন্দের বিষয় হয়ে উঠেছিল। সম্প্রতি যখন ঘোষণা হল পেটিএম বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটি তখন মানুষ আবার নতুন করে গুগল পের উপর ভরসা রাখতে শুরু করেছিল। পেটিএম এর পর গুগল পে বন্ধ হওয়ার এই বিষয়টি খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে আলোড়ন ফেলে দিয়ে গিয়েছে।
March Holiday 2024: চারদিন লম্বা ছুটির ঘোষণা, দেখুন তালিকা, বন্ধ থাকবে সব, আনন্দে লাফাবেন
ভারতে অন্যতম অ্যাপ যদিও রয়েছে ফোন-পে। অনেকেই ফোন পে থেকে পেয়ে থাকেন বিভিন্ন রকম প্রতারণামূলক মেসেজ। যার ফলে মানুষ গুগল পে-কেই সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্যতার জায়গা বলে মনে করে। তবে সেই বিশ্বাসযোগ্যতার জায়গায় হারিয়ে যেতে চলেছে রাতারাতি! আসলে পুরনো গুগল পে অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সংস্থার পক্ষ থেকে। তবে এটি ভারতে নয় বরং আমেরিকায় প্রযোজ্য হবে।
গুগল পে এর পুরনো ভার্সন কাজ করবে না কোথাও। অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের দৃশ্যমান গুগল পে অ্যাপটি পুরনো সংস্করণ যা অর্থ প্রদান এবং অর্থ গ্রহণের জন্য ব্যবহার হয়ে থাকে।
রিপোর্ট অনুযায়ী google pay অ্যাপটি ৪ই জুন ২০২৪ এর পর থেকে আমেরিকায় পুরোপুরি কাজ করা বন্ধ করে দেবে। তবে আপাতত ভারত এবং সিঙ্গাপুরের ব্যবহারকারীদের এই সমস্ত বিষয় নিয়ে এখনই কোনও চিন্তা করার কারণ নেই।
Google Pay ইতিমধ্যেই সম্পূর্ণভাবে কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই google Pay তরফ থেকে ব্যবহারকারীদের একটি নতুন আপডেট দেওয়া হবে। এর মানে এটাই দাঁড়াচ্ছে এখনই সব ব্যবহারকারীদের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না গুগল পে। শুধুমাত্র আমেরিকার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। আপাতত এই অ্যাপটি বন্ধ হতে চলেছে এবং বন্ধ করা হচ্ছে পিয়ার টু পিয়ার পেমেন্ট ব্যবস্থা।
এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে শুধুমাত্র এর সাহায্যে যেকোনো ব্যবহারকারী অর্থ পাঠাতে কিংবা অনুরোধ করতে পারবেন।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।