Rule Change From 1 March: আজ থেকেই বদলে যাচ্ছে দেশের একগুচ্ছ নিয়ম। এলপিজি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সব কিছুতেই ঘটছে বড় বদল। আজ পয়লা মার্চ। এই নিয়মগুলি প্রভাবিত করবে আপনার বাজেট এবং পকেটকেও। এখানে রয়েছে ফাস্টট্যাগ থেকে শুরু করে এলপিজি এবং গ্যাস সিলিন্ডারের মতো নিত্য পরিষেবার বড় আপডেট।
Rule Change From 1 March
এলপিজি সিলিন্ডারের দাম (Rule Change From 1 March)
আজ পয়লা মার্চ থেকে বেশ কিছুটা পরিবর্তন আসতে পারে এলপিজি সিলিন্ডারে। প্রত্যেক মাসের শুরুতেই দেখা যায় তেল কোম্পানিগুলো এলপিজি সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করেছে। ফার্স্ট মার্চ থেকে তেল কোম্পানিগুলো গ্যাস সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করতে পারে এমনটাই আশা করা হচ্ছে। তবে ফেব্রুয়ারি শুরুতে কোনওরকম এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন লক্ষ্য করা যায়নি। সবার চোখ তাই আটকে গিয়েছে পয়লা মার্চের দিকে। ধারণা করা হচ্ছে এবার এলপিজির তেল কোম্পানিগুলোতে দাম কিছুটা হলেও কমতে পারে।
পয়লা মার্চ থেকে আসবে ফাস্টট্যাগের নিয়মে পরিবর্তন (Rule Change From 1 March)
যদি কারোর গাড়িতে ইন্সটল করা থেকে ফাস্ট ট্যাগ তাহলে শেষ সুযোগ ছিল কেওয়াইসি করার গতকাল। ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি ফাস্টট্যাগের কেওয়াইসি সম্পূর্ণ করার শেষ তারিখ হিসেবে নির্ধারণ করেছিল গতকাল ২৯ শে ফেব্রুয়ারিকে। যদি এর মধ্যে কেউ নির্ধারিত সময়সীমার মধ্যে কেওয়াইসি সম্পন্ন করিয়ে না থাকেন তাহলে তাদের ফার্স্টট্যাগ তালিকাভুক্ত থেকে নিষ্ক্রিয় হবে এবং টোল কাটা হবে দ্বিগুণ।
March Holiday 2024: চারদিন লম্বা ছুটির ঘোষণা, দেখুন তালিকা, বন্ধ থাকবে সব, আনন্দে লাফাবেন
১৪ দিনের জন্য বন্ধ থাকতে পারে ব্যাংক (Rule Change From 1 March)
মার্চ মাসের দীর্ঘ ১৪ দিন ব্যাংক বন্ধ থাকবে যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে শনি এবং রবিবারের ছুটিও। তবে মার্চ মাসের কোন ১৪ দিন ব্যাংকগুলি বন্ধ থাকবে তা জানতে চোখ রাখুন আমাদের এই পোর্টালে।
সোশ্যাল মিডিয়ায় আসছে নতুন নিয়ম (Rule Change From 1 March)
তথ্য প্রযুক্তির বিভিন্ন বিধি পরিবর্তন আনছে সরকার। আজ পয়লা মার্চ থেকে কার্যকর হবে নতুন নিয়ম। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেমন এক্স, facebook, youtube এবং instagram এর মতো বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাপে ভুল তথ্য পোস্ট করলে হতে পারে জরিমানা। সোশ্যাল মিডিয়া গুলোকে সাধারণত নিরাপদ করতেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।