LPG Gas Price Cut 2024: ফের কমল রান্নার গ্যাসের দাম, আজকে কলকাতায় দাম কত জানুন

Share:

LPG Gas Price Cut 2024: ভোটের মৌসুমেই সুখবর। বেশ কিছুদিন আগেই শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন। গত পরশু শেষ হয়েছে তৃতীয় দফার নির্বাচন। এর মধ্যেই ফের গ্যাস নিয়ে উঠে এলো সুখবর! হ্যাঁ ঠিকই শুনছেন।

ADVERTISEMENTS

LPG Gas Price Cut 2024

বেশ কিছুদিন আগেই রান্নার গ্যাসের দাম কমেছে তা নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছিল। মে মাসের শুরুতে দেখা গিয়েছিল বাণিজ্যিক গ্যাসের দাম একেবারে লাফিয়ে ১৯ থেকে ২০ টাকা কমেছে সব জায়গায়।

বর্তমানে এলপিজি সিলিন্ডার এমন একটি জিনিস হয়ে উঠেছে প্রত্যেকের জীবনে যেটি ছাড়া কোনও মানুষ নিজেদেরকে কল্পনা করতে পারেন না। একটা সময় রান্না করা হতো উনুনে। বর্তমানে সেই যুগ পাল্টে গিয়েছে একেবারে।

রান্নার গ্যাস সিলিন্ডার ছাড়া আজকে মানুষ একটা মুহূর্ত ভাবতে পারেনা। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকেই দিনের পর দিন লাফিয়ে বেড়েছিল গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Price Cut 2024). যা নিয়ে সাধারণ মানুষ রীতিমত ক্ষেপে উঠেছিল।

আরও পড়ুন: Post Office Recruitment 2024: পোস্ট অফিসে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাসে বেতন 12,000 টাকা

গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে বাড়তে এক লাফে পৌঁছে গিয়েছিল ১১০০ টাকার ঘরে। তবে বর্তমানে অনেকটাই দাম নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে রান্নার গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ৮০০ টাকার ঘরে।

এবারে প্রশ্ন উঠছে কোন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেছে! এই প্রসঙ্গে বলে রাখা ভালো গৃহস্থ গ্যাস সিলিন্ডার নয় বরং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে (LPG Gas Price Cut 2024).

গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দাম সর্বশেষ কমেছিল মার্চ মাসের নারী দিবসের দিন। নারী দিবসকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী যেমন ঘোষণা করেছিলেন উজ্জ্বলা প্রকল্পের মেয়াদ বৃদ্ধির কথা ঠিক তেমনি দাম ১০০ টাকা কমানো হয়েছিল রান্নার গ্যাস সিলিন্ডারের।

সম্প্রতি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম মেট্রো শহর গুলি অর্থাৎ দিল্লি মুম্বাই কলকাতা এবং চেন্নাইতে অনেকটাই কমে গিয়েছে। মে মাসের ১ তারিখে প্রযোজ্য হয়ে গিয়েছে নতুন দাম।

দেশের অন্যতম তেল বিক্রয়কারী সংস্থা ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে বর্তমানে নতুন দাম (LPG Gas Price Cut 2024). জানা যাচ্ছে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক লাখে কমে গিয়েছে উনিশ টাকা। কলকাতায় কমেছে কুড়ি টাকা। দিল্লিতে এর দাম কমে নতুন দাম হয়েছে ১৭৪৫.৫০ টাকা। মুম্বাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে গিয়ে নতুন দাম হয়েছে ১৬৯৮.৫০ টাকা। অন্যদিকে চেন্নাইতে চলছে, ১৯১১ টাকা।

কলকাতায় এখন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কত রয়েছে?

কলকাতায় এখন বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের নতুন দাম রয়েছে ১৮৫৯ টাকা। যা আগে বিক্রি হত ১৮৫৯ টাকায়।

এবার প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কোথায় কোথায় ব্যবহার করা হয়ে থাকে?

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার (LPG Gas Price Cut 2024) মূলত হয় ১৯ কেজির। এই গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়ে থাকেন হোটেলে এবং রেস্টুরেন্টে।

ঘরের রান্নার গ্যাস সিলেন্ডারের দাম কবে কমতে পারে?

গৃহস্থ রান্নার গ্যাস সিলিন্ডারের দাম আদৌ কমবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে পরিস্থিতির ওপর। যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে গ্যাস সিলিন্ডারের দাম কমবে বলেই জানা যাচ্ছে। তবে এই প্রসঙ্গে অনেকের মতামত যেহেতু সামনে লোকসভা নির্বাচন চলছে তাই গ্যাস সিলিন্ডারের দাম এতটা কমানো হয়েছে লোকসভা নির্বাচন চলে গেলে গ্যাস সিলিন্ডারের দাম আবার বেড়ে যাবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment