Madhyamik 2024: ১১ এ ভর্তির নতুন নিয়ম, না জানলে ভর্তি হতে পারবে না

Share:

Madhyamik 2024: চলছে মে মাস। মে মাসের শুরুতেই অর্থাৎ দু তারিখ প্রকাশ্যে এসেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় বসে ছিলেন মোট ৯ লক্ষ ১০ হাজার ৫৯৮ জন পরীক্ষার্থী। এরই মধ্যে থেকে উত্তীর্ণ হয়েছেন মোট সাত লক্ষ ৬৫ হাজার ২৫২ জন ছাত্রছাত্রী। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার পাশের হার রয়েছে ৮৬.৩১ শতাংশ।

ADVERTISEMENTS

Madhyamik 2024

কোন বিষয়ে এ বারে কত নম্বর পেলে তবেই পড়ুয়ারা ভর্তি হতে পারবে একাদশ শ্রেণীতে সেই বিষয়েও জানিয়ে দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার আমাদের আজকের এই প্রতিবেদনে সেই বিষয়েই দেখে নেব বিস্তারিত।

মাধ্যমিক পরীক্ষার পর সকলেই পা বাড়ান উচ্চশিক্ষার দিকে। তবে এই উচ্চশিক্ষা নিতে যে কোন মানুষকেই ভর্তি হতে হয় একাদশ শ্রেণীতে। একাদশ শ্রেণীতে (Madhyamik 2024) ভর্তি হওয়ার জন্য ঠিক কত শতাংশ নম্বর লাগবে সংসদের তরফ থেকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

35 percentage Marks required

সংসদের তরফ (Madhyamik 2024) থেকে বলা হয়েছে যদি কোন ছাত্র-ছাত্রী বিজ্ঞান শাখার অংক স্ট্যাটিসটিক্স ইত্যাদি নিয়ে পড়াশোনা করতে চান অংকের নম্বর অন্তত ৩৫ শতাংশ রাখতেই হবে। বিজ্ঞান শাখা ছাড়াও যদি কোনও ছাত্র-ছাত্রী অন্য কোনও বিষয় নিয়ে পড়তে চান তাহলেও এই শতাংশ নম্বর রাখা বাধ্যতামূলক।

আরও পড়ুন: Provident Fund Life Insurance: কীভাবে বিনা খরচে ৭ লক্ষ টাকার জীবন বিমা পাবেন? সুবিধা দিচ্ছে EPFO

সংসদের তরফ থেকে আরও বলা হয়েছে ছাত্র-ছাত্রীদের ঐচ্ছিক বিষয় যেমন কম্পিউটার সাইন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স সাইবার সিকিউরিটি একাউন্টান্সি কস্টিং এন্ড ট্যাক্সেশন সমস্ত কিছুর নিয়ে পড়তে (Madhyamik 2024) গেলে পেতে হবে ন্যূনতম নম্বর। সেই ন্যূনতম নম্বরটি হল ৩৫ শতাংশ।

এছাড়াও রয়েছে পদার্থবিদ্যা রসায়ন এবং ভূগোল। যদি কোনও ছাত্র-ছাত্রী এই বিষয়গুলি নিয়ে পড়াশোনা করতে চান তাহলে পর্ষদের নির্দেশিকা অনুযায়ী পদার্থবিদ্যা এবং রসায়ন নিয়ে মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের পড়তে গেলে এখানেও পেতে হবে ৩৫ শতাংশ নম্বর।

অর্থাৎ পুরো প্রতিবেদন করে এই বিষয়টি স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে কোন ছাত্র-ছাত্রীদের যেকোনো বিষয় নিয়ে ভর্তি হতে গেলেই তার জন্য নূন্যতম ৩৫% নম্বর থাকা বাঞ্ছনীয়। ৩৫ শতাংশ নম্বর না থাকলে সেই ছাত্র-ছাত্রী নিজের ঐচ্ছিক কোনও বিষয় নিয়ে পরবর্তী পড়াশোনা চালিয়ে যেতে পারবেন না।

প্রসঙ্গত, আগামীকাল প্রকাশ্যে আসবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এই উচ্চমাধ্যমিকের জন্য ইতিমধ্যেই পড়ুয়ারা নিজেদের মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন। চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল ফেব্রুয়ারি মাসেই। তারপর থেকে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে রেজাল্ট হাতে পাবেন। ইতিমধ্যেই ঘটতে চলেছে অপেক্ষার অবসান।

কিভাবে উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা নিজেদের রেজাল্ট দেখবেন? যদি ওয়েবসাইটে কোন সমস্যা হয় তাহলে কিভাবে তারা নিজেদের রেজাল্ট দেখতে সক্ষম হবেন? কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে পড়ুয়ারা নিজেদের রেজাল্ট দেখতে পারবেন? সমস্ত কিছুই পূর্বে আলোচনা করা হয়ে গিয়েছে আমাদের বিভিন্ন প্রতিবেদনে। তাই পাঠকদের অনুরোধ করা হচ্ছে তারা যেন আমাদের পোর্টালের অন্যান্য প্রতিবেদনগুলিও পড়ে দেখেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment