SBI Interest Rate 2024: এসবিআই গ্রাহকদের জন্য দুর্দান্ত চমক! ফের একলাফে এতটা বেড়ে গেল সুদের হার! যদি কোনও গ্রাহক ফিক্সড ডিপোজিট করে থাকেন তাহলে একেবারে রাতারাতি হয়ে যাবেন কোটিপতি। নিশ্চয়ই ভাবছেন এও আবার সম্ভব নাকি!
SBI Interest Rate 2024
ফিক্সড ডিপোজিট অনুযায়ী সুদের হার বৃদ্ধি পেয়ে একলাফে অনেকটা বেড়ে গিয়েছে এমনটাই জানা যাচ্ছে। গত মে মাসের ১৫ তারিখ থেকে এই নতুন সুদের হার প্রযোজ্য হয়ে গিয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI Interest Rate 2024) পক্ষ থেকে দু’কোটি টাকার কম স্থায়ী আমানতের ওপর বাড়িয়ে দেওয়া হয়েছে সুদের হার। মোট তিনটি ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে এই সুদ।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI Interest Rate 2024) পক্ষ থেকে এই ঘোষণার ফলে উপকৃত হয়েছেন ইতিমধ্যেই লাখ লাখ গ্রাহকেরা। এর পাশাপাশি প্রবীণ নাগরিকদের কথা মনে রেখেও নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত। কী নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে? সুদের হার কত বেড়েছে? সবকিছুই বিস্তারিত রইল আজকে আমাদের এই প্রতিবেদনে।
ফিক্সড ডিপোজিটের কোন মেয়াদে কত সুদ মিলবে?
৩.৫. শতাংশ হারে সুদ মিলতে পারে তিন দিন থেকে ৪৫ দিনের আমানতে। ওদিকে ৪৬ দিন থেকে ১৫৯ দিনে ৫.৫ শতাংশ ১৮০ দিন থেকে ২১০ দিনে ৬ শতাংশ এবং 211 থেকে এক বছরের জন্য ৬.২৫ শতাংশ অবধি দেওয়া হবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে।
এক বছর থেকে দুই বছরের কমেন্ট যে সমস্ত ফিক্সড ডিপোজিটগুলো রয়েছে সেখানে সুদ প্রদান করা হবে ৬.৮ শতাংশ হারে। ওদিকে দু’বছর থেকে তিন বছরের কমে সুদ দেওয়া হবে সাত শতাংশ তিন বছর থেকে পাঁচ বছরের কমে। সুদ দেওয়া হবে ৬. ৭৫ শতাংশ হারে।
ছেচল্লিশ দিন থেকে ১৯৯ দিনের যে সমস্ত স্থায়ী আমানত রয়েছে সে ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের সুদ দেওয়া হবে ০.৭৫ শতাংশ হারে।
২১১ দিন থেকে এক বছরের কম স্থায়ী আমানতের মধ্যে সুদের হার বৃদ্ধি করে দেওয়া হয়েছে ০.২৫ শতাংশ। এছাড়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI Interest Rate 2024) রয়েছে ৪০০ দিনের অমৃত কলস প্রকল্প। এই ফিক্সড ডিপোজিট অনুযায়ী সাধারণ নাগরিকেরা ৭.১ শতাংশ হারে এবং প্রবীণ নাগরিকেরা ৬০.৬ শতাংশ হারে সুদ পেয়ে থাকেন। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পের বিনিয়োগ করা যাবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে।