Fixed Deposit Scheme Rules 2024: ফিক্সড ডিপোজিটের মেয়াদপূর্তির আগে কত টাকা চার্জ দিতে হয়? না জানলে আপনার লস

Share:

Fixed Deposit Scheme Rules 2024: প্রত্যেকটি মানুষ চান নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে। অর্থ উপার্জনের পাশাপাশি অর্থ জমানো বিশেষ দরকার। তবে সারদা কাণ্ড কিংবা রোজ ভ্যালির মত চিটফান্ডের দরুণ বহু মানুষ আজকাল বুঝতে পারেন না কোথায় অর্থ রাখলে সবটা নিরাপদে থাকবে (Fixed Deposit Scheme Rules 2024)।

ADVERTISEMENTS

বিভিন্ন ধরণের বীমা সংস্থা কিংবা মিউচুয়াল ফান্ড ইত্যাদি ক্ষেত্রেও বহু মানুষ আজকাল অর্থ বিনিয়োগ (Fixed Deposit Scheme Rules 2024) করছেন। বিভিন্ন ব্যক্তিদের মধ্যে স্থায়ী আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিট স্কিমের ওপর ভরসা অপরিসীম। তবে অনেকেই জানেন না মেয়াদ পূর্তির আগে যদি টাকা তুলে নেওয়া হয় তাহলে বিনিয়োগকারীকে ঠিক কী কী ক্ষতির সম্মুখীন হতে হয়! আজকে আমাদের প্রতিবেদনে আলোচনা করা হবে বিস্তারিতভাবে।

ফিক্সড ডিপোজিট স্কিম

ব্যাংক কিংবা পোস্ট অফিসের মাধ্যমে ফিক্সড ডিপোজিট স্কিমগুলি পরিচালনা করা হয়ে থাকে। এর ফলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ের জন্য ফিক্সড রাখা থাকে (Fixed Deposit Scheme Rules 2024)। গ্রাহকদের এই টাকাটি লক-ইন পিরিয়ডের মধ্যেই সুরক্ষিত থাকে। এই সময় সরকারের তরফ থেকে প্রদান করা হয় নির্দিষ্ট পরিমাণের সুদ। পরবর্তীকালে মেয়াদ উত্তীর্ণ হলে গ্রাহক সেই সুদ সহ মোটা টাকা রিটার্ন হিসাবে পেয়ে থাকেন (Fixed Deposit Scheme Rules 2024)। যেকোনও ফিক্সড ডিপোজিট স্কীমের ন্যূনতম মেয়াদ পূর্তিকাল ৫ বছর ধরা হয়।

ফিক্স ডিপোজিট স্কিম (Fixed Deposit Scheme Rules 2024) অনুযায়ী মেয়াদ পূর্তির আগে কী টাকা তোলা সম্ভব?

সাধারণত বলা হয়ে থাকে ফিক্সড ডিপোজিট স্কিম অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগকারী সঞ্চিত অর্থ ফিক্সড থাকে। অর্থাৎ সেটি কোনওভাবে তুলে নেওয়া যায় না। লাভের অংকটি পুরোপুরি পেতে গ্রাহককে মেয়াদ পূর্তি অবধি অপেক্ষা করতে হয়। মেয়াদের আগেই টাকা তুলে নেওয়াকে বলা হয়ে থাকে প্রিম্যাচিউর উইথড্রল। এক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে জরিমানা করা হয় কিছু টাকা।

প্রিম্যাচিউর উইথড্রল চার্জ

গ্রাহক মেয়াদ পূর্তির আগে টাকা তুলে নিলে তাকে সুদ (Fixed Deposit Scheme Rules 2024) কম দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে দিতে হয় নির্দিষ্ট জরিমানা। এই জরিমানার পরিমাণ বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। সাধারণ গ্রাহকের কাছ থেকে ০.৫ শতাংশ থেকে এক শতাংশ পর্যন্ত চার্জ নেওয়া হয় মেয়াদ পূর্তির আগে টাকা তুলে নিলে।

পাঁচ বছর মেয়াদের জন্য ফিক্সড ডিপোজিট এক বছরের ভাঙলে কী পরিমাণ ক্ষতি হয়?

ধরা যাক আপনি পাঁচ বছরের জন্য এক লক্ষ টাকা ডিপোজিট করেছিলেন। ব্যাংক থেকে আপনাকে সুদ দেওয়া হয়েছিল ৭ শতাংশ। কিন্তু আপনি যদি বিনিয়োগের মাত্র এক বছরের মধ্যেই আপনার ফিক্সড ডিপোজিটটি ভেঙে ফেলেন তাহলে সাত শতাংশ করে আপনাকে আর সুদ দেওয়া হবে না ব্যাংকের পক্ষ থেকে।

এক্ষেত্রে ৬ শতাংশ করে সুদ পেয়ে যাবেন আপনি। শুধু তাই নয় এই ছয় শতাংশ সুদের ওপর এক শতাংশ যদি জরিমানা হিসেবে আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে আপনি পাচ্ছেন সর্বমোট ৫% সুদ।

এবার যদি আপনি এক বছরে ফিক্সড ডিপোজিট না ভাঙ্গেন তাহলে সাত শতাংশ সুদ আপনি লাভ করবেন। সেক্ষেত্রে আপনার বিনিয়োগ অংকের পরিমাণের ওপর মিলবে আরো ৭০০০ টাকা। প্রিম্যাচিউর উইথড্রলের ক্ষেত্রে আপনি পাবেন পাঁচ শতাংশ শুধু। যার পরিমাণ হবে পাঁচ হাজার টাকা। আপনি যদি এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে আপনার ক্ষতি হচ্ছে ২০০০ টাকা।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

Written By Tithi Adak

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment