Cheapest Recharge Plan: মাত্র ১টা রিচার্জেই বাড়িতে সবার ফোন চলবে, রইল বাম্পার Recharge Plan-র হদিশ

Share:

গ্রাহকদের খুশি করতে একের পর এক সস্তার রিচার্জ প্ল্যান এনে চলেছে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। রিলায়েন্স জিও (Cheapest Recharge Plan) ভারতে আসার পর থেকেই অনেক গ্রাহকেরাই নিজের পছন্দ পরিবর্তন করে ফেলেছেন। পরিবর্তন করে নিয়েছেন নিজেদের ব্যবহারের সিমটিও।

ADVERTISEMENTS

Cheapest Recharge Plan

সম্প্রতি মুকেশ আম্বানির টেলিকমিউনিকেশন সংস্থা রিলায়েন্স জিও এমন একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে যা শুনলে রীতিমতো লাফিয়ে উঠবে যে কোন গ্রাহকই। তবে আপনি কি জানেন কি থাকছে এই রিচার্জ প্ল্যান (Cheapest Recharge Plan) এর বৈশিষ্ট্য? কী কী পরিষেবাই বা পাওয়া যাবে এই রিচার্জ প্ল্যানে (Cheapest Recharge Plan)? এই রিচার্জ প্ল্যান (Cheapest Recharge Plan) এর বৈশিষ্ট্য শুনে অনেকেই সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান বলে আখ্যা দিয়েছেন।

দিনের পর দিন যেভাবে ভোডাফোন কিংবা ভারতী এয়ারটেলের মতো সংস্থাগুলি রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়ে চলেছে, তাতে সাধারণ মানুষের প্রায় হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। ফাইভ-জি পরিষেবা আসার পর থেকেই এমনিতে দিকে জিনিসপত্রের দাম বাড়ছে। তারমধ্যে মোবাইল সংস্থাগুলিও গ্রাহকদের থেকে যত পারছে টাকা নিয়ে নিচ্ছে।

টেলিকমিউনিকেশন সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই বিশেষ রিচার্জ প্ল্যানটি (Cheapest Recharge Plan) যে কোনও গ্রাহক পরিবারের অন্যান্যদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারবেন। নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না? ঠিক এখনও বুঝে উঠতে পারছেন না আমরা কি বলতে চাইছি!

গ্রাহকদের জন্য যে নতুন অসাধারণ রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে এই সংস্থা, সেই রিচার্জ প্ল্যানের নাম দেওয়া হয়েছে Family Plans। এর জন্য আপনাকে মাসে খরচ করতে হবে 599 টাকা। আর তাতেই আপনি পেয়ে যাবেন মোট 100 জিবি ডেটা। এছাড়াও প্রত্যেকদিন পাবেন 100 টি করে এসএমএস এবং আনলিমিটেড কলিং এর সুবিধা।

আপনি ছাড়াও এই প্ল্যানের সুবিধা পাবেন পরিবারের একজন সদস্য। অর্থাৎ একটি সিম রিচার্জ করে দুটি সিম ব্যবহার করা যাবে সহজেই। এমনকি পেয়ে যাবেন Disney+hotstar, Amazon prime, Netflix এর ফ্রি সাবস্ক্রিবশন। তবে এই রিচার্জ তারাই করতে পারবেন যাদের কাছে রয়েছে পোস্টপেডের সুবিধা।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment