Yuvashree Prakalpa: বাংলার ঘরে ঘরে শিক্ষিত যুবক যুবতীর সংখ্যার তুলনায় চাকরির বাজারের করুন অবস্থা। অধিকাংশ বাড়িতে শিক্ষিত যুবক যুবতী বসে আছেন হয়ত উপযুক্ত স্তরের কাজ পাচ্ছেন না আর না হয় চাকরির কোন খবর নেই। তাই এই দুর্মূল্যের বাজারে তাদেরকে সামান্য হলেও স্বস্তির আশ্বাস দিতে মমতা ব্যানার্জি শুরু করেছেন নতুন যুবশ্রী প্রকল্প।
আশা করা যায় পশ্চিমবঙ্গ সরকারের এই জনমুখি প্রকল্প বহু তরুনকে স্বস্তির আশ্বাস দেবে। এই প্রকল্পের (Yuvashree Prakalpa) একমাত্র উদ্দেশ্য হল বেকার যুবক-যুবতীদের আর্থিকভাবে সহায়তা করা এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। প্রতি যুবক বা যুবতী এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে ১৫০০ টাকা করে পাবেন। ২০১৩ সাল থেকে এই প্রকল্পের উদ্বোধন হয়।
কেন পাচ্ছি না একশো দিনের কাজের টাকা? রাজ্যপালকে কাছে পেয়ে সুর চড়ালেন দূর্গতরা
কারা এই প্রকল্পে (Yuvashree Prakalpa) আবেদন করতে পারবেন?
যুবশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে এই শর্তগুলি আবেদনকারীকে অবশ্যই পূরন করতে হবে –
- আবেদনকারীর বয়স ১৫ থেকে ৩৫ বছরের এর মধ্যে হতে হবে।
- মাধ্যমিক বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
- কোন সরকারী বা বেসরকারি চাকরিতে যুক্ত থাকলে চলবে না।
যুবশ্রী প্রকল্পের আবেদন করতে হলে যেসব তথ্যগুলি প্রয়োজন –
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
- আধার কার্ড
- ভোটার আইডি
- মাধ্যমিকের মার্কশিট ও অ্যাডমিট কার্ড
- যেকোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট
- কাস্ট সার্টিফিকেট থাকলে তার প্রতিলিপি।
Yuvashree Prakalpa -এ কিভাবে আবেদন করবেন?
যুবশ্রী প্রকল্পের আবেদন আপনি অনলাইন মাধ্যমেও করতে পারেন। প্রথমেই প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে ২০KB থেকে ১০০KB-এর মধ্যে pdf আকারে ল্যাপটপ বা অ্যান্ড্রয়েডে সেভ করে রাখতে হবে। যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য এই ওয়েবসাইটে গিয়ে (https://employmentbankwb.gov.in) রেজিস্টার করতে হবে।
এরপরই আপনাকে লগইন করে “New Enrollment Job Seeker” অপশনে ক্লিক করতে হবে। তারপর Accept ও Continue অপশনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। এরপর যাবতীয় ডকুমেন্টস দিয়ে ফর্মটি পূরন করতে হবে ও স্ক্যান করে রাখা ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটির প্রিন্ট আউট বের করে রাখুন।
সুপ্রিম কোর্ট -এর নয়া নির্দেশ! বাতিল হল ৫৫৮ জন শিক্ষকের অবৈধ চাকরি
তবে এই প্রকল্পটিতে আবেদন করার ৬০ দিনের মধ্যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টারে (Employment Exchange Centre) গিয়ে ডাউনলোড করা ফর্মটি জমা দিতে হবে। তারপর ওয়েবসাইটে নথিভুক্ত ফোন নম্বরে লগইন আইডি ও পাসওয়ার্ড যাবে। তারপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের পক্ষ থেকে যুবশ্রী প্রকল্পে নাম থাকা বেকার যুবক-যুবতীদের তালিকা বার করা হবে। আর এই তালিকায় আপনার নাম থাকলে পরবর্তী মাস থেকে আপনি মাসে ১৫০০ টাকা করে পাওয়া শুরু করবেন।