এই কাজ করলে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকবে ৪৫ হাজার টাকা

Share:

দেশজুড়ে এখনো অধিকাংশ মহিলাই আর্থিকভাবে স্বনির্ভর নন। পুরুষ সদস্যের উপরই মূলত নির্ভর করে থাকতে হয়। এখনো বহু বিবাহিত মহিলারা স্বামীর ওপরেই টাকা পয়সার প্রয়োজনে নির্ভর করে থাকেন। তবে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সরকারের তরফে বহু প্রকল্প (Women Empowerment Scheme) নিয়ে আসা হয়েছে। সেলফ হেল্প গ্রুপ (SHG) বা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের একত্রিত করে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে ব্যবসা-বাণিজ্যে সহায়তা করা হচ্ছে।

ADVERTISEMENTS

পাশাপাশি, বহু সরকারি স্কিমে (Government Scheme) মাসিক নিয়মিত আর্থিক ভাতাও দেওয়া হচ্ছে। তবে আগের তুলনায় মহিলারা অনেক বেশি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন। বিভিন্ন চাকরি থেকে ছোটখাটো ব্যবসা পর্যন্ত করে উপার্জন করছেন তারা।তবে সংখ্যাটা খুব একটা বেশি নয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলাদের যাতে স্বামী, সন্তানের উপরে নির্ভর করে থাকতে না হয় সেই দিকে নজর দিয়ে মহিলাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাসিক পেনশনের প্রকল্প (Women Monthly Pension Scheme) তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফে এই জাতীয় পেনশন ব্যবস্থা (NPS) মহিলাদের ৬০ বছর বয়স হয়ে যাওয়ার পরে সাহায্য করতে পারে।

শুরু হয়ে গিয়েছে দুয়ারে সরকার শিবির। সপ্তম দফায় সারা বাংলা জুড়ে…

৬০ বছর বয়স হয়ে গেলে বয়সের সাথে সাথে শরীরের কর্মক্ষমতাও কমে যায়। ফলে সেই সময়ে অপরের উপর নির্ভরশীলতা বেড়ে যায়। তাই যাতে ছোটখাটো প্রয়োজনে টাকার জন্য কারুর কাছে হাত পাততে না হয়, সেই কারণে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল পেনশন স্কিমে নিয়মিত বিনিয়োগ করা যেতে পারে। এই প্রকল্পে ভালো রিটার্ন পাওয়া যায়। মেয়াদ পূর্তির সময় টাকার পরিমান এবং রিটার্ন সম্পূর্ণভাবে করমুক্ত (Tax Free Return) তবে এই স্কিমে পেনশনের পরিমাণ নির্ভর করবে বিনিয়োগের উপরে।

Salary Hike: বাড়ছে বেতন, দিতে হবে না ইনকাম ট্যাক্সও। কি ঘোষণা হল দেখুন।

একজন ২৫ বছর বয়সি মহিলা যদি প্রতি মাসে 15000 টাকা করে বিনিয়োগ করা শুরু করেন, তাহলে 60 বছর বয়সে ১.১২ কোটি টাকার Fund তৈরি করতে পারবেন। বছরে ১০% রিটার্ন দেওয়া হয়। এবার মেয়াদ পূর্তির পরে ৪৫ লক্ষ টাকা এককভাবে পেয়ে যাবেন। আর বাকি টাকা প্রতি মাসে ৪৫ হাজার টাকা করে পেনশন হিসেবে পেতে থাকবেন। ১৮ বছর থেকে ৬০ বছর বয়সী যে কোনো মহিলাই এই ন্যাশনাল পেনশন স্কিমের সুবিধা নিতে পারবেন।

CM Relief Fund: আবেদন পদ্ধতি সহ নবান্ন স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত দেখে নিন

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment