Stock to Buy Today: যত সময় এগোচ্ছে ততই মানুষের ঝোঁক বাড়ছে শেয়ার বাজারের দিকে। তবে চলতি সপ্তাহে প্রথম দিনে শেয়ারের কপাল মোটেই ভালো যায়নি। গতকাল সোমবার ১৩২ পয়েন্ট পড়ে গিয়েছিল সেন্সসেক্স। দিনের শেষে যদিও 72,790 টাকা পর্যন্ত উঠেছিল বোম্বে স্টক এক্সচেঞ্জ এর এই শেয়ার সূচক।
Which is the best stock to buy today?
অন্যদিকে আবার 90 পয়েন্টে নেমে 46,576 টাকা এ দাঁড়িয়েছিল নিফটি। গত সপ্তাহে ছাপিয়ে গিয়েছিল 50,000 টাকা। ওদিকে আবার স্মল ক্যাপ কোম্পানিগুলোর পারফরম্যান্স খুব খারাপ ছিল সোমবারে। যার জন্য দুপুরের একটা সময় পর থেকে হু হু করে নামতে থাকে সেন্সেক্স নিফটির গ্রাফ।
March Holiday 2024: চারদিন লম্বা ছুটির ঘোষণা, দেখুন তালিকা, বন্ধ থাকবে সব, আনন্দে লাফাবেন
27 শে ফেব্রুয়ারির পর থেকে ফের বাজার ঘুরে দাঁড়াবে বলেই আশঙ্কা করছেন বিশেষজ্ঞ মহল। ব্রোকারের ফার্মগুলি জানিয়ে বলেছেন এই দিন শেয়ার বাজারের উত্থানপতন বেশ ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে।
দিনের শেষে বাজার মূল্য বেশ চড়বে বলেই জানা যাচ্ছে। লগ্নির ক্ষেত্রে বেশ কয়েকটি দেশ থেকে 2000 টাকার স্টকগুলির দিকে বিশেষভাবে নজর রাখতে বলেছেন প্রকারের ফার্মগুলো।
আজকে উল্লেখ করা হল পাঁচটি সেরা শেয়ার
সিটি ইউনিয়ন ব্যাংক (Stock to Buy Today)
সোমবারের বাজারে গ্রাফ দেখে বিশেষজ্ঞরা জানিয়েছেন শর্ট টার্ম লগ্নির দিকে নজর দিলে ভাল হয়। সে ক্ষেত্রে আদর্শ হবে এই সিটি ইউনিয়ন ব্যাংক। যার প্রত্যেকটি স্টক মাত্র বিক্রি হচ্ছে 135 টাকায়। এর দাম উঠতে পারে 144 টাকা অবধি। তবে এর স্টপ লস সেট করা হয়েছে 131 টাকা।
এলআইসি (Stock to Buy Today)
বছরের শুরু থেকেই বেশ ভালোই পারফরম্যান্স করছে রাষ্ট্র আয়ত্ত সংস্থা এলআইসি। এই সংস্থার তালিকায় রয়েছে জীবন বীমা কোম্পানি এল আই সি ও। হাউসিং ফিনান্স এর প্রতি স্টকের দাম এখন 659.25 টাকা। বুলিশ গতি পেতে যা 710 থেকে 715 টাকায় পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। এতে স্টপ loss সেট করা রয়েছে 655 টাকা।
এইচএফসিএল (Stock to Buy Today)
বেশ কয়েকদিন ধরেই এই স্টকের ট্রেন্ড রয়েছে গুলিতে। 115.10 টাকায় এর শেয়ার খুব সহজেই কেনা যেতে পারে বলে জানানো হয়েছে। ব্রকারেজ ফার্ম থেকে যা 123 টাকায় যেতে পারে বলে জানানো হচ্ছে। স্টপ লস হল 111.80 টাকা।
এইচ ইউ ডি সি কো
খুব অল্প সময়ের জন্য শেয়ার এই লগ্নী করে যারা ভালো রিটার্নের আশা করেন তাদের জন্য এই স্টক কেনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ মহল। প্রতিটি স্টক কেনার জন্য লাগবে মাত্র 203.45 টাকা। যার দাম উঠে যেতে পারে 218 টাকায়। এর স্টপ লস সেট করা হয়েছে মাত্র 198 টাকায়।
টিভিএস মোটরস
বর্তমানে এই সংস্থার শেয়ারের গ্রাফ বেশ রয়েছে উর্ধ্বমুখী। যার স্টক বিক্রি হচ্ছে 2162.60 টাকায়। 2330 টাকায় এর টার্গেট সেট করে রেখেছেন বিশেষজ্ঞরা। এবং এর স্টপ লস রাখা হয়েছে 2080 টাকা।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।