Whatsapp Payment: বর্তমানে আমাদের মধ্যে অনলাইন পেমেন্টের প্রবনতা একটি গুরুত্বপূর্ণ হারে বৃদ্ধি পেয়েছে। সাধারণত এটি ফোনে রিচার্জ থেকে শুরু করে দোকানের বিল, ইলেকট্রিক বিল সহ সবকিছুই অনলাইন পেমেন্টের (Online Transaction) মাধ্যমে পরিশোধ করতে আমরা অধিকাংশ ক্ষেত্রে অভ্যস্ত হয়ে পড়েছি। আর এর মধ্যে পেটিএম (Paytm), ফোন-পে (Phone Pe), গুগল পে (Google Pay) ইত্যাদি অন্যতম ভাবে জনপ্রিয়তার শিখরে রয়েছে। তবে আরও একটি সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সংযোজন হলো হোয়াটসঅ্যাপ পেমেন্টস (WhatsApp Payment), যা তাও সম্ভাব্য একবছর আগে শুরু হয়েছে। তবে এটি এখনও পেটিএম, ফোন-পে এবং গুগল পের মত প্রচলিত সিস্টেমগুলির তুলনায় পাল্লা দিয়ে ততটাও জনপ্রিয়তা অর্জন করেনি। তবে আশা করা যায় খুব শীঘ্র এটিও জনপ্রিয়তা লাভ করবে।
Whatsapp Payment Gateway Cashback Offer
তবে প্রসঙ্গত উল্লেখ্য, Whatsapp Payment এ বিশেষ কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই সিস্টেমের মাধ্যমে কোন ব্যক্তি অন্য কোন নির্দিষ্ট ব্যক্তিকেই কেবল টাকা পাঠাতে পারবে। আর গ্রাহকদের অনুপ্রেরিত করার জন্য সাম্প্রতিক এই Transaction System এ Cashback Offer এর বিশেষ সুবিধা আনা হচ্ছে, যা অবশ্য আগে ছিলনা। অর্থাৎ অন্যান্য পেমেন্ট গেটওয়ে ব্যবহারের সময় বিশেষ ক্যাশব্যাক বা ভাউচার (Coupon Code) যে পাওয়া যায়, সেটা এখন Whatsapp-এ ও উপলদ্ধ হবে।
পুজোর আগেই সুখবর! অবশেষে আনুষ্ঠানিক ভাবে বাড়তে চলেছে রাজ্য সরকারী কর্মীদের ডিএ
আরও জানা গিয়েছে, Whatsapp এর মাধ্যমে লেনদেন বাড়াতেই এই বিশেষ উপায় অবলম্বন করছে কতৃপক্ষ। সম্ভবত আগে ক্যাশব্যাকের (Cashback) সিস্টেম না থাকায় গ্রাহকরাও এই পেমেন্ট গেটওয়ে (Whatsapp Payment Gateway) ব্যবহারে বিশেষ আগ্রহ দেখায়নি। এখন থেকে কোন ব্যক্তির Whatsapp এর চ্যাট খুললেই চ্যাটলিস্টের উপরে একটি অপশন আছে – “Get Cashback On Your Next Oayment”। অর্থাৎ এই অপশন থেকে অ্যাপ কতৃপক্ষ Transaction এর বিশেষ উপায় রাখছে।
তথ্যসুত্রের খবর, এই একই ক্যাশব্যাক সিস্টেম ২০২২ এর জুন মাসে চালু করেছিল হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ। যেখানে প্রথম তিনটি লেনদেনে ৩৫ টাকা অবধি ছাড়ের সুযোগ দেওয়া হয়েছিল। তবে কোন টেকনিক্যাল ঈস্যুর কারনে এই অফারটি কন্টিনিউ করা যায়নি। তবে বর্তমানে আশা করা যায়, পুনরায় ক্যাশব্যাক সিস্টেম চালু করে Whatsapp Payment Gateway জনপ্রিয়তার শিখরে ওঠার ক্ষমতা রাখবে।
কর্মচারীরা বেতন পাচ্ছেন না, তা সত্বেও পুজোর জন্য বরাদ্দ বিশাল অনুদান!
এই সম্পর্কে নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইট DNBangla.Com এ প্রতিনিয়ত চোখ রাখুন। এবং নিম্নলিখিত লিংকগুলির মাধ্যমে সোসাল মিডিয়াতে আমাদের সাথে যোগ দিন।
আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে – এখানে ক্লিক করুন। এবং আমাদের ফেসবুক পেজটি কে ফলো করতে – এখানে ক্লিক করুন।