Aadhaar ATM 2024: বাড়িতে বসেই টাকা তুলবেন কিভাবে? দেখুন পদ্ধতি

Share:

Aadhaar ATM 2024: আর ব্যাংকে গিয়ে টাকা তুলতে হবে না। এবার বাড়িতেই পায়ের ওপর পা তুলে বসে বসে তুলতে পারবেন টাকা। নিশ্চয়ই ভাবছেন এও আবার সম্ভব নাকি? আসলে আধার এটিএম থাকলে সরাসরি টাকা পৌঁছে যাবে আপনার বাড়িতেই।

Aadhaar ATM

চালু হয়েছে এমন এক পরিষেবা যার মাধ্যমে নগদ টাকা পৌঁছে দেবেন পোস্টম্যান আপনার বাড়িতেই। ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে যেকোনো ব্যক্তি এটিএমে না গিয়েই নগদ টাকা তুলতে পারবেন বাড়িতে বসে বসে। কিভাবে এই টাকা তোলা যাবে? আজকে আমাদের প্রতিবেদনে আলোচনা করা হবে বিস্তারিত (Aadhaar ATM )।

আধার এটিএম কি?

আধার এটিএম হল এমন এক ব্যবস্থা। যা সাহায্যে কোনও মানুষ ঘরে বসেই টাকা তুলতে পারবে। এর জন্য সবার প্রথম আধারের সঙ্গে নিজের ফোন নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্টের লিংক করিয়ে নিতে হবে। এই ব্যবস্থা মধ্যে দিয়ে আধার এটিএম ব্যবহারকারী নিজের বায়োমেট্রিক্স ব্যবহার করে ব্যাংকিং পরিষেবা পেয়ে যাবেন (Aadhaar ATM)।

আধার এটিএম ঠিক কীভাবে কাজ করবে?

আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা ব্যাংক অ্যাকাউন্ট গুলির গ্রাহকদের বায়োমেট্রিক্স এর বিবরণের মাধ্যমে তাদের বাড়িতে নগদ তোলা ব্যালেন্স অনুসন্ধান নগদ উত্তরণ মিনিস্ট্রিটমেন্ট ইত্যাদির মতো নানারকম সুবিধা পেয়ে যাবেন। শুধুমাত্র তাই নয়, এই পরিষেবাগুলির মাধ্যমে যে কোনও ব্যক্তি আধার থেকে আধারে তহবিল স্থানান্তর করতে পারবেন। এক্ষেত্রে মোট ১০ হাজার টাকা নগদ লেনদেন করার সুবিধা পাবেন যে কোনও ব্যক্তি।

এক্ষেত্রে কত চার্জ পড়বে?

আধার এটিএম ব্যবহার করার জন্য কোনরকম এক্সট্রা চার্জ বা ফি দিতে হবে না। তবে ব্যাংক ডোর স্টেপ পরিষেবার জন্য চার্জ করলেও করতে পারে (Aadhaar ATM)।

কীভাবে এই পরিষেবা ব্যবহার করবেন?

সবার প্রথমে চলে যেতে হবে আইপিপি অফিসিয়াল ওয়েবসাইটে। সেখান থেকে ডোর স্টেপ বিকল্পটি নির্বাচন করতে হবে। এরপর নিজের নাম মোবাইল নম্বর ইমেল আইডি ঠিকানা পিনকোডের মত বিবরণ দিয়ে সম্পূর্ণ তথ্য পূরণ করতে হবে।

যেখানে নিজের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে নিজের নাম পূরণ করে দিতে হবে। এরপর ক্লিক করতে হবে আই অগ্রি অপশনে। কিছুক্ষণ পরেই পোস্টম্যান টাকা নিয়ে হাজির হয়ে যাবে আপনার বাড়ির দরজার সামনে (Aadhaar ATM)।।

আধার এটিএম এর সাহায্যে গ্রাহকেরা কী কী সুবিধা পাচ্ছেন?

  • নগদ উত্তোলন
  • নগদ জমা দেওয়া
  • ব্যালেন্স চেক
  • মিনি স্টেটমেন্ট

আর কী কী সুবিধা পাওয়া যাবে আধার এটিএম এর মাধ্যমে?

ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে এই সুবিধা যে কোন গ্রাহক নিতে পারবেন। যে কোনও গ্রাহকের অ্যাকাউন্টে ব্যালেন্স সম্পর্কিত নানা রকম তথ্য পেয়ে যাবেন। এর মাধ্যমে তৈরি করা যাবে, অ্যাকাউন্ট সম্পর্কিত নানারকম তথ্য। এই স্কীম এর মাধ্যমে গ্রাহকরা আধার থেকে আধারে নিজেদের তহবিল স্থানান্তর করে নিতে পারবেন।

এ eps এর জন্য কি কি প্রয়োজন?

এর জন্য সবার প্রথম প্রয়োজন অংশগ্রহণকারী ব্যাংকের সঙ্গে এ ইপিএস এর অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে। এর পাশাপাশি যে কোনও আধার অন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিংক থাকা উচিত। কোন ব্যক্তির এই পেমেন্ট প্রক্রিয়া তখনই সম্পূর্ণ হবে যখন বায়োমেট্রিক প্রমাণিকরণ প্রক্রিয়ায় তিনি পাস করবেন।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

Written By Tithi Adak

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment