Summer Holidays 2024: গরমের ছুটি কবে থেকে পড়বে? আরও বাড়বে? নতুন নোটিশে জানিয়ে দিল পর্ষদ

Share:

Summer Holidays 2024: : রাজ্যে চলছে এপ্রিল মাস। এপ্রিলের তীব্র দাবদাহে ইতিমধ্যেই অতিষ্ঠ উঠেছেন পড়ুয়ারা। সামনে এসেছে, স্কুল ছুটির ঘোষণা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সকলের সামনে যে স্কুল ছুটির ঘোষণা এনেছেন তাই আজকে বিস্তারিত আলোচনা করা হবে।

ADVERTISEMENTS

Summer Holidays 2024

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের তরফ থেকে বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে আনা হয়েছিল এক বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা যাচ্ছিল পড়ুয়ারা ইতিমধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন স্কুল যেতে গিয়ে। তাদের কথা চিন্তা করেই মধ্যশিক্ষা পর্ষদ প্রায় এক মাসেরও বেশি সময় আগে গরমের ছুটির নোটিশ প্রকাশ করে দিয়েছে।

বর্তমানে রাজ্যের তাপমাত্রা বাড়তে বাড়তে এক লাফে পৌঁছে গিয়েছে ৩৬° সেলসিয়াসের আশেপাশে। যা পরবর্তীকালে আরও বাড়তে পারে বলেই জানা যাচ্ছে। এই অবস্থায় পড়ুয়ারা যাতে কোনওরকম অসুস্থ হয়ে না পড়েন সেই বিষয়েই নজর রাখতে চাইছে পর্ষদ। উচ্চস্তরের পড়াশোনা শুরু না হলেও ইতিমধ্যে প্রাথমিক স্তরে চলছে পঠন পাঠন। সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পর এখনো অবধি, প্রকাশ্যে আসেনি ফলাফল। তাই উচ্চ স্তরের পড়াশোনা বন্ধ রয়েছে (Summer Holidays 2024)।

মধ্যশিক্ষা পরষদের নির্দেশ অনুযায়ী দেখা গিয়েছে আগামী মে মাসের ৬ তারিখ থেকে স্কুল ছুটি পড়বে। এই ছুটি থাকবে একটানা এক মাস। শেষ হবে জুন মাসের ২ তারিখে। এই সময় রাজ্যের প্রাথমিক এবং মাধ্যমিক সব স্কুলগুলোতেই ছুটি থাকবে বলেই জানানো হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ থেকে আরও নির্দেশ দেয়া হয়েছে ছুটি পড়ার আগে যেন প্রত্যেকটি স্কুল অবশ্যই সম্পন্ন করে নেন তাদের প্রথম সামেটিভ পরীক্ষা (Summer Holidays 2024)।

প্রত্যেক স্কুলে প্রথম সামেটিভ পরীক্ষা সম্পন্ন হলে তবেই গরমের ছুটি পড়বে এমনটাই জানানো হয়েছে। ছুটির পর স্কুল খুলবে ৩রা যখন শনিবার। তবে এই নিয়ে দেখা গিয়েছেন নানারকম মতবিরোধ। অনেকে মনে করছেন শনিবার থেকে স্কুল খোলার কোন মানে নেই। একেবারে সোমবার থেকে স্কুল খুললেই পারতো।

প্রসঙ্গত চলতি বছরের রয়েছে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক স্কুলে ছুটি থাকবে। ভোটগ্রহণের কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রত্যেকটি স্কুলকে। তাই যেই জেলায় যেদিন ভোট রয়েছে সেই সময় সেই জেলার স্কুলে পঠন-পাঠন বন্ধ থাকবে। ভোটের ফলাফল প্রকাশ্যে আসবে জুন মাসের ৪ তারিখ (Summer Holidays 2024)।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

Written By Tithi Adak

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment