কিছুদিন আগে Ration Dealer রা তাদের ডিলারশিপের কমিশন বৃদ্ধি নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছিলেন যারফলে বন্ধ ছিল দোকান। এখন Ration Dealer Recruitment এর বিজ্ঞপ্তি জারী করেছে রাজ্য সরকার। এইবিষয়ে বিস্তারিত জানুন। অন্ন, বস্ত্র আর বাসস্থান সকল মানুষের মৌলিক চাহিদা। ভারতবর্ষের কোন মানুষকে যেন খালি পেটে ঘুমাতে না হয়, সেই কারণে বছরের পর বছর ধরে রেশন (Ration Card) ব্যবস্থা চলে আসছে। ভারতবর্ষের মানুষদের জন্য রেশন ব্যবস্থা ভীষণ গুরুত্বপূর্ণ। দেশের দুস্থ মানুষজন রেশন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে ও যৎ সামান্য মূল্যে খাদ্য সামগ্রী পেয়ে যান।
Ration Dealer Recruitment
রেশন সামগ্রী বন্টনের দায়িত্ব রয়েছে ডিলারদের ওপর। সরকার রেশনের সমস্ত খাদ্য সামগ্রী ডিলারদের কাছে পৌঁছে দেয়। আর ডিলাররা সেই সামগ্রী সাধারণ মানুষদের মধ্যে বন্টন করে দেন। সাধারণ মানুষকে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য তাঁরা নির্দিষ্ট পরিমাণ কমিশন পেয়ে থাকেন। এই কমিশনের পরিমাণ বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়ে থাকে। তবে কমিশনের পরিমাণ কিন্তু নেহাৎ কম নয়। এই মোটা টাকা কমিশন পাওয়ার জন্য অনেকেই রেশন ডিলার হতে চাইছেন।
যাঁরা নতুন রেশন ডিলার হতে চাইছেন, তাঁদের জন্য রয়েছে সুখবর। রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে 89 টি জায়গায় নতুন রেশন ডিলার নিয়োগ (Ration Dealer Recruitment) করা হবে। রাজ্য সরকারের তরফ থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য খাদ্য ও সরবারহ দপ্তর সূত্রে খবর, পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় রেশন ডিলার নেই। এই জায়গাগুলিতে রেশন ডিলার নিয়োগ করা হবে।
ব্যবসা করতে কেন্দ্র সরকার দিচ্ছে 10 লাখ টাকা সহ 35% ভর্তুকি, কারা, কীভাবে পাবেন?
এই জায়গাগুলির তালিকা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। আপনারা চাইলে এই সমস্ত জায়গায় ডিলার পদের জন্য আবেদন করতে পারেন। ইচ্ছুক ব্যক্তিরা https://food.wb.gov.in/food/Digitalportal/ApplyNewFPS_Dashboard.aspx ওয়েবসাইটে তালিকা দেখতে পারবেন। আপনারা চাইলে অনলাইনে রেশন ডিলার হিসেবে নিযুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
রেশন ডিলার পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদন করার পদ্ধতি :-
যাঁরা Ration Dealer Recruitment এর জন্য অনলাইনে আবেদন করতে চান, তাঁরা প্রথমে https://food.wb.gov.in/food/Digitalportal/index.aspx ওয়েবসাইটে লগইন করবেন। সবার প্রথমে ওয়েবসাইটে মোবাইল নম্বর নথিভুক্ত করতে হবে। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে। OTP আসার পর সেটি নির্দিষ্ট জায়গায় উল্লেখ করতে হবে। এরপর নতুন একটি পেজ খুলবে। নতুন পেজে আবেদন করার জায়গা দেখাবে।
নতুন বছরেও পাওয়া যাবে বিনামূল্যে রেশন! কত বছরের জন্য দেওয়া হবে? জেনে নিন।
আবেদন করার পর আবার একটি নতুন পেজ খুলবে। এরপর সেখানে প্রত্যেকটি তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর আবেদন ফি জমা করে আবেদনপত্র জমা করতে হবে। Ration Dealer Recruitment এর জন্য আবেদনকারীকে 1 হাজার টাকা আবেদন ফি হিসেবে জমা করতে হবে। অঞ্চল বিশেষে আবেদন করার সময়সীমা কিন্তু ভিন্ন রাখা হয়েছে। তাই আবেদন করার আগে সকল তথ্য জেনে নেবেন। আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।