এবার বোনাস বাড়ানো হল পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের (Police Civic Volunteer). বৃহস্পতিবার রাজ্য সরকার এই মর্মে ঘোষণা করেছে। জানানো হয়েছে, নতুন বছর থেকে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশে যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা কাজ করছেন তাঁদের 5 হাজার 300 টাকা করে বোনাস দেওয়া হবে। এছাড়া রাজ্য সরকার জানিয়েছে, যারা পুজোতে 5 হাজার 300 টাকার কম বোনাস পেয়েছেন তাঁদেরকে বর্ধিত বোনাসের বাকি টাকা ও দেওয়া হবে।
Police Civic Volunteer
বৃহস্পতিবার নবান্নের তরফ থেকে এই বিজ্ঞপ্তি সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। তবে এই একই ঘোষণা অনেক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। তাঁকে বলতে শোনা গিয়েছিল, এইবার থেকে কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের (Police Civic Volunteer) যে পরিমাণ টাকা বোনাস হিসেবে দেওয়া হয়েছে, সেই একই পরিমাণ টাকা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার সিভিক ভলেন্টিয়ারদের দেওয়া হবে।
অর্থাৎ কলকাতা পুলিশ আর পশ্চিমবঙ্গ পুলিশের অধীনস্থ সকল ভলেন্টিয়ারদের এবার থেকে 5 হাজার 300 টাকা করে বোনাস দেওয়া হবে। একসময় কলকাতা পুলিশ আর পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে থাকা সকল ভলেন্টিয়ারদের মধ্যে বৈষম্যের অভিযোগ শোনা যাচ্ছিল। আর ঠিক তারপরেই এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তালিকা থেকে ছুটি কমাবে সরকার! সবাইকে দিতে হবে উপস্থিতি, শিক্ষক থেকে কর্মীদের।
পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার সিভিক ভলেন্টিয়াররা অভিযোগ করেছিলেন, কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়ারদের 5 হাজার 300 টাকা করে বোনাস দেওয়া হয়। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়ারদের (Police Civic Volunteer) মাত্র 2 হাজার টাকা করে বোনাস দেওয়া হয়ে থাকে।
এই বৈষম্য আর দেখা যাবে না। পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে পশ্চিমবঙ্গ পুলিশ আর কলকাতা পুলিশের অধীনস্থ সকল সিভিক ভলেন্টিয়াররা (West Bengal Police Civic Volunteer) 5 হাজার 300 টাকা করে বোনাস পাবেন। এই টাকা পুজোর সময় তাঁদের দেওয়া হবে। আর যাঁরা পুজোতে 2 হাজার টাকা করে বোনাস পেয়েছেন, তাঁদের বাকি 3 হাজার 300 টাকা খুব তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া হবে।
আর যাঁরা পুজোতে 5 হাজার 300 টাকা বোনাস পেয়েছেন এই অর্থ বর্ষে তাঁদের আর নতুন করে কোন টাকা দেওয়া হবে না। তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশ আর কলকাতা পুলিশের অধীনে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ (Police Civic Volunteer Recruitment) করা শুরু হয়। আর 2020 সাল থেকে তাঁরা বোনাস পেয়ে আসছেন। 2023 এর দুর্গাপূজাতে রাজ্য পুলিশ আর কলকাতা পুলিশের অধীনস্থ সকল সিভিক ভলেন্টিয়াররা বোনাস পেয়েছিলেন।
নতুন বছরে অবশেষে এক দফায় বাড়ল ডিএ! বাংলার সরকারি কর্মীরা কত টাকা পাবে?
তবে তাঁদের বোনাসের পার্থক্য ছিল 3 হাজার 300 টাকার। তাই সেই পার্থক্য মেটাতে এবার পশ্চিমবঙ্গের সকল জেলার সিভিক ভলেন্টিয়ারদের বাকি 3 হাজার 300 টাকা মিটিয়ে দেওয়া হবে। এই ধরনের আরও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটটি ভালো করতে ভুলবেন না। আজকের প্রতিবেদনটি ভালো লেগে থাকলে শেয়ার করুন।