Lakshmi Bhandar Scheme 2024: লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দিচ্ছে, স্ট্যাটাস চেক করুন এখান থেকেই

Share:

Lakshmi Bhandar Scheme: চলতি বছরে বাজেট পেশ করার দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এনেছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর কথা। জানা যাচ্ছে, আগামী এপ্রিল মাস থেকেই প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 500 টাকার বদলে 1000 টাকা।

ADVERTISEMENTS

West Bengal Lakshmi Bhandar Scheme Status Check

লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প অনুযায়ী, এতদিন পশ্চিমবঙ্গের মহিলারা পেতেন 500 টাকা করে। যে সমস্ত মহিলারা অনগ্রসর শ্রেণীতে রয়েছেন তারা পেতেন এতদিন 1000 টাকা। সম্পূর্ণটা পরিবর্তন করে সাধারণ শ্রেণীর মহিলাদের (Lakshmi Bhandar Scheme) দেওয়া হবে এবার থেকে 1000 টাকা এবং পিছিয়ে পড়া শ্রেণীর মহিলারা পাবেন 1200 টাকা।

কবে থেকে এই টাকা ব্যাংক (Lakshmi Bhandar Scheme) অ্যাকাউন্টে ঢুকবে? কিভাবে মহিলারা আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে? কীভাবে নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবেন? কী কী লাগবে প্রয়োজনীয় নথি? সমস্তটাই রইল আমাদের আজকের এই প্রতিবেদনে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার জন্ম জন্ম ধরে পাবেন। আমরা যতদিন থাকব পাবেন। ৬০ বছর পার হয়ে গেলেও চলবে। যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন এই প্রকল্পের সুবিধা পাবেন।”

এই প্রসঙ্গে আরও বলেছেন, “অনেক গরিব মানুষ বলেন, আমার ঘর হল না। ৪৭ লাখ ঘর আমি আগে করে দিয়েছি। কেন্দ্রকে আমরা বলেছি। এপ্রিল মাসের মধ্যে ব্যবস্থা করতে হবে। যদি না করে মে মাসের পর থেকে আমরা বুঝে নেব। যাতে গরিব মানুষ বঞ্চিত না হয় সেই পদক্ষেপ করব। ২৮৬টি উদ্বাস্তু কলোনীকে স্বীকৃতি দিয়েছি।”

কী কী প্রয়োজনীয় নথি (Lakshmi Bhandar Scheme) লাগবে?

  • আধার কার্ড
  • স্বাস্থ্য সাথী কার্ড
  • ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ
  • পাসপোর্ট সাইজ ছবি
  • মোবাইল নম্বর

কীভাবে বুঝবেন লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmi Bhandar Scheme) অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা?

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের (Lakshmi Bhandar Scheme) আবেদনকারীর নাম তালিকায় আদৌ রয়েছে কি না, কিংবা এই প্রকল্পের টাকা আদৌ আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিনা, তা অনলাইনে খুব অল্প সময়ের মধ্যেই কয়েকটি সহজ ধাপে ধাপে জেনে নেওয়া যায়।

এর জন্য প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের (Lakshmi Bhandar Scheme) অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ socialsecurity.wb.gov.in-এ গিয়ে প্রাপকরা নিজেদের আবেদনের স্থিতি এবং অর্থপ্রদানের স্থিতি পরীক্ষা করে দেখতে পারবেন আবেদনকারী। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, আবেদনকারী যিনি একজন মহিলা এবং অবশ্যই এই রাজ্যের স্থায়ী বাসিন্দা, তাঁর বয়স ২৫ বছর থেকে ৬০ বছরের মধ্যে। কোনও ভাবেই সরকারি কর্মচারি নন, তিনি এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন। তাই socialsecurity.wb.gov.in-এ গিয়ে আবেদনকারী নিজের আবেদনের স্থিতি দেখতে পারবেন। এছাড়াও দুয়ারে সরকার’ (Duare Sarkar) ক্যাম্পে গিয়েও এ বিষয়ে তথ্য পেতে পারবেন আবেদনকারী।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

Written By Tithi Adak

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment