Krishak Bandhu – 10 হাজার টাকা পাবেন সরাসরি ব্যাংক একাউন্টে! রাজ্য সরকারের এই প্রকল্পে।

Share:

Krishak Bandhu প্রকল্প হল রাজ্য সরকারের এক অন্যতম প্রকল্প। 2019 সালে এই প্রকল্প চালু হয়। এই প্রকল্পের অধীনে কৃষকরা রবি ও খারিফ ফসলের জন্য 4000 থেকে 10000 টাকা পর্যন্ত দুটি কিস্তিতে টাকার পরিমাণ পায়। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের দৌলতে একাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে এই টাকা। এই টাকা সরাসরি আপনার ব্যাংক একাউন্টে ঢুকে যাবে। কিভাবে আবেদন করবেন? কিভাবে জানবেন আপনার একাউন্টে টাকা ঢুকবে কিনা? চলুন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

West Bengal Krishak Bandhu Scheme in 2023

পশ্চিমবঙ্গের জনদরদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেশ কিছু প্রকল্প চালু করেছেন। সেগুলির মধ্যে থেকে অন্যতম হল কৃষক বন্ধু। এই প্রকল্প কৃষকদের কথা চিন্তা করেই চালু করা হয়েছিল। পশ্চিমবঙ্গ একটি কৃষিজীবী রাজ্য হলেও, এখানে সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় কৃষকদের। বিভিন্ন কারণে ফসল নষ্ট হলে বা বাজারে ফসলের দাম না উঠলে এক প্রকার না খেতে পেয়েই দিন কাটাতে হত বহু কৃষক পরিবারকে।

এমনকি ফসল চাষের জন্যেও তাঁদের ঋণ নিতে হত। এতসব সমস্যার কারণে বহু কৃষক আত্মহননের পথ বেছে নিতেন। আর সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের সাহায্য করতে এই Krishak Bandhu প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের আওতায় প্রতি বছরে এখন থেকে কৃষক বন্ধুরা নিজেদের ব্যাংক একাউন্টে সরাসরি 10 হাজার টাকা করে পেয়ে যাবেন। এই Krishak Bandhu প্রকল্পের টাকা বছরে 2 টি কিস্তিতে কৃষক বন্ধুদের একাউন্টে ঢোকে।

প্রথম কিস্তি দেওয়া হয় খারিফ মরশুমে আর দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুমে। খারিফ মরশুমে টাকা ইতিমধ্যেই কৃষকদের ব্যাংক একাউন্টে চলে গেছে। আর খুব শীঘ্রই রবি মরশুমের টাকাও তাঁদের একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। ডিসেম্বর মাসেই 2 হাজার টাকা থেকে 5 হাজার টাকা পর্যন্ত তাঁদের ব্যাংক একাউন্টে ঢুকতে চলেছে। এই Krishak Bandhu প্রকল্পের বিশেষ সুবিধা হল কেবলমাত্র বাৎসরিক 10 হাজার টাকাই দেওয়া হয় না, পাশাপাশি এককালীন 2 লাখ টাকা পর্যন্ত পেয়ে যান কৃষকরা।

 এই সরকারি প্রকল্পে আবেদন করলেই মিলবে প্রতিমাসে 1000 টাকা, কীভাবে আবেদন করবেন জেনেনিন।

অবশ্য এর জন্য নির্দিষ্ট শর্ত রয়েছে। কোন কৃষক এই Krishak Bandhu প্রকল্পে নাম নথিভুক্ত করার পর 18 বছর থেকে 60 বছর বয়সের মধ্যে মারা গেলে তাঁর পরিবার এককালীন 2 লাখ টাকা করে পেয়ে যান। এটি হল Krishak Bandhu প্রকল্পের মৃত্যুজনিত আর্থিক সাহায্য। তার জন্য আপনাদের কাছাকাছি কোন কৃষি অফিস থেকে নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর সেটি পূরণ করে প্রয়োজনীয় তথ্য সহ জমা করতে হবে।

Swasthya Sathi Scheme (স্বাস্থ্য সাথী প্রকল্প)

প্রসঙ্গত উল্লেখ্য যে, যাঁদের এই প্রকল্পের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে একমাত্র তাঁদের একাউন্টেই Krishak Bandhu প্রকল্পের টাকা এবার ঢুকবে। এছাড়াও তাদের পেমেন্ট স্ট্যাটাস একাউন্ট বৈধ থাকতে হবে। আপনারা চাইলে নিজেদের প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারেন। তার জন্য Krishak Bandhu প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে। তারপর নথিভুক্ত কৃষক -এর তথ্যে ক্লিক করতে হবে।

রাজ্য সরকারের এই প্রকল্পে 1500 টাকা পাবেন, মাসের শুরুতেই আবেদন করুন।

কৃষক তথ্যে যাওয়ার পর আপনি আপনার যেকোনো ডকুমেন্টস এর নম্বর লিখে সার্চ করলেই আপনার কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত ডিটেইলস জানতে পারবেন। আপনি চাইলেই এই কাজ আপনারা নিকটবর্তী যে কোন সাইবার ক্যাফে থেকে করাতে পারবেন আবার নিজেদের মোবাইলেও দেখতে পারবেন। তাহলে আর বেশি দেরি না এখনই আবেদন করুন। আর এই সমস্ত বিষয়ে আরও জানতে আমাদের পেজটি ফলো করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment