West Bengal Internship Scheme: পড়তে পড়তেই চাকরি, মাসে 10000 টাকা সহ সার্টিফিকেট পাবেন, আবেদন করুন এই স্কিমে

Share:

West Bengal Internship Scheme: বর্তমানে প্রত্যেকেই পড়াশোনার সঙ্গে সঙ্গে কাজ করতেও উৎসাহী হচ্ছেন। অনেকেই কলেজের প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর নিজের ভবিষ্যৎ গোছানোর জন্য খুঁজতে থাকেন ইন্টার্নশিপ। ইন্টার্নশিপের মধ্যে দিয়ে পড়ুয়ারা সাধারণত পড়তে পড়তে অভিজ্ঞতা অর্জন করেন।

ADVERTISEMENTS

ইন্টার্নশিপ আসলে কী?

ইন্টার্নশিপ হল ছোটখাটো ফুল টাইম চাকরি। তবে এক্ষেত্রে কোনও নিশ্চয়তা থাকে না। ইন্টার্নশিপ কোর্সগুলি সাধারণত হয়ে থাকে তিন মাস কিংবা ৬ মাসের জন্য। বিভিন্ন কোম্পানি থেকে আয়োজন করা হয় এই প্রোগ্রাম।

সাধারণত দেখা যায় কাজের চাপ বেশি থাকলে ফ্রেসার্স নিয়ে বিভিন্ন কাজ করিয়ে নেয় কোম্পানি। এর ফলে কম খরচে কোম্পানিগুলো নিজেদের কাজ হ্যান্ডেল করে নিতে সক্ষম হয় পাশাপাশি পড়ুয়াদেরও কাজের একটি অভিজ্ঞতা সঞ্চয় হয়।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের থেকে শুরু করা হয়েছে বিশেষ ইন্টার্নশিপ স্কিম (West Bengal Internship Scheme)। এই ইন্টার্নশিপ স্কিম কীভাবে অ্যাপ্লাই করবেন? কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন? কী কী লাগবে প্রয়োজনীয় নথিপত্র? এক্ষেত্রে বেতন কত দেওয়া হবে? সমস্তটাই রইল বিস্তারিত।

কারা কারা এই ইন্টার্নশিপ (West Bengal Internship Scheme) স্কিমে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন?

এই স্কিমে অ্যাপ্লাই করার জন্য অবশ্যই ইচ্ছুক পড়ুয়াকে হতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। বয়স হতে হবে ১৬ থেকে ৪০ বছর এর মধ্যে। কোনও কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতে হবে। প্রাপ্ত নম্বর রাখতে হবে ৬০ পার্সেন্ট এর উপরে।

এই ইন্টার্নশিপের (West Bengal Internship Scheme) সুবিধা কী রয়েছে?

সার্টিফিকেটের পাশাপাশি যে ব্যক্তি ইন্টার্নশিপ করবেন তাকে প্রতি মাসে দেওয়া হবে 10000 টাকা। যা তিনি নিজের সঞ্চয় কাজের পাশাপাশি ব্যবহার করতে পারবেন বিভিন্ন ছোট ছোট দিকে।

এই ইন্টার্নশিপ এর আওতায় কী কী কাজ করতে হবে?

এই ইন্টার্নশিপের আওতায় সরকারি বিভিন্ন কাজ করতে হতে পারে। যেমন:

  • ডাটা এন্ট্রি,
  • সরকারি প্রকল্প বিষয়ক কাজ ইত্যাদি।

এগুলো সাধারণত আবেদনকারীরা পাবেন তাদের নিকটবর্তী BDO অফিস, SDO অফিস, পৌরসভা, পঞ্চায়েতের আওতায়।

কীভাবে আবেদন করবেন এই ইন্টার্নশিপ স্কিমে?

এখানে আবেদন করতে হলে ইচ্ছুক ব্যক্তিকে চলে যেতে হবে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা ওয়েবসাইটে। সেখানে গিয়েই ইচ্ছুক ব্যক্তি করতে পারবেন আবেদন। তবে এক্ষেত্রে জানিয়ে রাখা দরকার এখনো অবধি এখানে আবেদন শুরু হয়নি। বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে জানা যাচ্ছে কলেজে ভর্তির প্রক্রিয়াগুলি শেষ হলেই শুরু হবে এখানে আবেদন প্রক্রিয়া।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

Written By Tithi Adak

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment