Govt. Holiday: নতুন মাস শুরুতেই ছুটির হাওয়া, ঘোষণা করল রাজ্যের অর্থ দপ্তর (Finance Department). কবে এই Govt. Holiday বা ছুটির কারন কী দেখে নিন সব প্রশ্নের উত্তর। নবান্ন তরফে এই ছুটি দেওয়া হয়নি দিয়েছে অর্থ দপ্তর এবং এই ছুটি সকলের জন্য নয়। ৫ই সেপ্টেম্বর ছুটি ঘোষণা করা হয়েছ এই দিন শিক্ষক দিবস হলেও সেই উপলক্ষে এই ছুটি নয়। শুধু তাই নয় এই ছুটি রাজ্যের সকল সরকারি কর্মীরা যেমন অফিস, স্কুল, পৌরসভা পাবে না।
Govt. Holiday
কেন এই ছুটি ঘোষণা?
৫ ই সেপ্টেম্বর মঙ্গলবার ১৫ নম্বর ধুপগুড়ি বিধানসভায় উপ নির্বাচন হবে। Negotiable Instruments Act, 1881 অনুযায়ী কোন এলাকায় ভোট থাকলে সেই জায়গার সরকারি সংস্থা, সরকারি অধিনস্থ সংস্থা, পৌরসভা, কর্পোরেশন, স্কুল বন্ধ থাকে।
কারন ভোটের সময় স্থানীয় স্কুল বা সরকারি প্রতিষ্ঠান গুলিকে ভোটের কাজে অর্থাৎ ভোট কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। সেই অঞ্চলে নির্বাচনের ক্ষেত্রেও একই চিত্র, এই ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ৪ ঠা সেপ্টেম্বর সোমবার থেকেই ভোট ভালো ভাবে সম্পন্ন করানোর জন্য তোড়জোড় শুরু হবে। স্কুল, সরকারি অফিসকে ভোট কেন্দ্র করা হবে।
ফলে ছুটি থাকবে ওই সংস্থা গুলিতে এছাড়া ওই এলাকার বাইরে অন্য এলাকায় সব কাজ রোজকার মতনই হবে। কোন এলাকায় ভোট থাকলে সেই এলাকার শ্রমিকদের সবেতন ছুটি ধরা হয়ে থাকে সেই দিন। ভোট দেওয়া ভারতীয় নাগরিকদের অধিকার। কোন কর্মীর যদি তার নিজের এলাকায় ভোট থাকে এবং সে বাইরে কাজ করে তবে তার সেই দিনের ছুটি মঞ্জুর করতে বাধ্য সেই সংশ্লিষ্ট সংস্থা।
পশ্চিমবঙ্গে ১০ লক্ষ্য শূন্যপদে কর্মী নিয়োগের ঘোষণা
উচ্চ বেতনের সাথে স্টেট ব্যাংকে চাকরির সুযোগ, দেখুন আবেদন পদ্ধতি!
তা হতে পারে দোকান, শিল্প প্রতিষ্ঠান। সেপ্টেম্বর মাস পার হলেই আবার লম্বা ছুটি পাবে রাজ্য। আগামী মাসের শেষে দুর্গা পুজা, শুরুতে ২ রা অক্টোবর গান্ধী জন্ম জয়ন্তী, ১৪ অক্টোবর এবং শেষে দুর্গা পূজা। ফলে বেশ লম্বা ছুটি পেতে চলছে কর্মীরা।