Food SI Exam 2024: মার্চ মাসের ১৬ এবং ১৭ তারিখে আয়োজন করা হয়েছিল ফুড এসআই পরীক্ষার। আয়োজন করেছিল রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন। এই পরীক্ষা দিতে গিয়েই পরীক্ষার্থীরা একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এনেছেন।
Food SI Exam 2024
গত মার্চ মাসের ১৬ এবং ১৭ তারিখে পরীক্ষা নেওয়া হয় মোট তিনটি শিফটে। পরীক্ষা দিতে গিয়েই বেশ কিছু ছাত্র-ছাত্রী দেখেন অলরেডি কিছু সংখ্যক পড়ুয়ার কাছে রয়েছে উত্তরপত্র। শুধু তাই নয় অনেকে এমন রয়েছেন যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইতিমধ্যেই উত্তর জেনে গিয়েছেন। এছাড়াও নিজেদের উত্তর এবং প্রশ্নপত্র এর ছবি তুলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোথাও পাঠিয়ে দিচ্ছেন এমনও অভিযোগ রয়েছে ফুড এস আই পরীক্ষাকে কেন্দ্র করে।
তারপরেই এই পরীক্ষাকে নিয়ে দায়ের করা হয়েছিল একাধিক মামলা। এই একাধিক মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সমস্ত কিছু বিচার বিবেচনা করে ইতিমধ্যেই নিজের রায় প্রকাশ্যে এনেছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের মতামত অনুযায়ী জানা গিয়েছে আগামী দিনে আপাতত ফুড এসআই কোনওরকম নিজেদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালিয়ে যেতে পারবেন না (Food SI Exam 2024)।
এই বিষয়কে কেন্দ্র করে মোট ১১ টি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি ও অনুযায়ী তুলে ধরা হয় সমস্ত ঘটনার বিবরণ। এই বিজ্ঞপ্তিটি মূলত কলকাতা হাইকোর্টের নির্দেশনা। যে নির্দেশনা পাবলিক সার্ভিস কমিশনকে প্রকাশ্যে আনতে বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে। সে কথাই মাথায় রেখে পাবলিক সার্ভিস কমিশন নিজেদের ওয়েবসাইটে পিডিএফ প্রকাশ করেছে (Food SI Exam 2024)।
সেখানে উল্লেখিত রয়েছে মোট ১১টি পয়েন্ট। যেখানে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয়েছে সমস্ত ঘটনার। উল্লেখ করা রয়েছে বিচারপতি রাজশেখর মান্থা রাজ্য সিআইডি অফিসারের ওপর আগাম দায়িত্বভার যে তুলে দিয়েছেন সেই বিষয়ে নিয়েও (Food SI Exam 2024)।
ফুড এস আই এর দুর্নীতিকে কেন্দ্র করে পরীক্ষার্থীরা মার্চের ১৯ তারিখ এবং ২০ তারিখ পৌঁছে গিয়েছিলেন পাবলিক সার্ভিস কমিশনের অফিসে। যেখানে গিয়ে তারা একাধিক দাবি দাওয়া জানিয়েছিলেন। তবে পাবলিক সার্ভিস কমিশন তখন এই বিষয়ে যে দুর্নীতি হয়েছে সেটি স্বীকার করে নিয়েছিলেন। পরবর্তীতে আশ্বাস দেওয়া হয়েছিল তারা বিষয়টি খতিয়ে দেখে পুনরায় পরীক্ষা নেওয়া যায় কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে (Food SI Exam 2024)।
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।