WBCHSE New Rules: আমুল বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিকের নিয়ম। সম্প্রতি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফে পুরনো নিয়মের পরিবর্তন করে নতুন পদ্ধতি নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর পর্ষদের তরফে এই নয়া পদ্ধতি চালু হয়ে গেলে পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে আর কোনো সমস্যার মুখে পড়তে হবে না। তার কারণ, সাধারণত পড়াশুনা শেষ করার পরে চাকরি খুঁজতে গেলে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং রেজাল্টের প্রয়োজন পড়ে। সেগুলো যথাযোগ্য জায়গায় দাখিল করতে হয়। কিন্তু অনেক সময় দেখা যায় রেজাল্ট এবং মার্কশিট কোনো জায়গায় হারিয়ে গিয়েছে বা কোনো ভুল রয়েছে, তা সংশোধন করতে হবে।
বিশেষ করে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং মার্কশিটের গুরুত্ব যথেষ্ট বেশি। এতদিন পর্যন্ত উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং মার্কশিট হারিয়ে গেলে তার ডুপ্লিকেট কপি বের করতে গিয়ে যথেষ্ট ভোগান্তির শিকার হতে হতো। শুধু তাই নয়, কোনো ডকুমেন্টসে যদি ভুল থাকে তার সংশোধন করতে গেলেও সমস্যার সম্মুখীন হতে হতো পড়ুয়াদের। কিন্তু এবার থেকে আর কোনো সমস্যা হবে না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি ওয়েবসাইট চালু করতে চলেছে যেখানে এক নিমেষে সব কাজ করা যাবে। (WBCHSE New Rules).
আরও পড়ুন: Aadhaar Card Update: আধার কার্ডের নিয়মে বদল, না জানলে বিপদে পড়বেন
পশ্চিমবঙ্গের চারটি জায়গায় হাতেগোনা উচ্চমাধ্যমিকের শিক্ষা সংসদের অফিস রয়েছে। মেদিনীপুর, বর্ধমান, কলকাতা এবং শিলিগুড়ি। আর সারা রাজ্যের উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের কোনো সমস্যা হলে তা সমাধান করতে স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় লেগে যেত। এবার সেই সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। চালু করতে চলেছে অনলাইন স্টুডেন্ট পোর্টাল (Online Student Portal for HS Students)
কিভাবে মিলবে এই পরিষেবা:
সংসদের তরফে ঘোষণা করা হয়েছে https://wbchseapp.wb.gov.in এই ওয়েবসাইটে একটি নতুন অপশন সংযোগ করা হচ্ছে। যেখানে আবেদনকারী পড়ুয়ারা স্টুডেন্ট আইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে সমস্ত কাজ করতে পারবে।
কোন পরিষেবা মিলবে অনলাইন স্টুডেন্ট পোর্টালে:
- Duplicate Registration, Duplicate Marksheet, ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড, ডুপ্লিকেট মাইগ্রেশনের জন্য আবেদন করা যাবে।
- অ্যাডমিট কার্ড, মার্কশিট, রেজিস্ট্রেশন এবং সার্টিফিকেটে কোনো ভুল থাকলে সংশোধন করা যাবে।
WBCHSE New Rules – কবে থেকে চালু হবে এই পরিষেবা:
১ সেপ্টেম্বর ২০২৩ থেকেই ওয়েবসাইটের মাধ্যমে এই সমস্ত কাজগুলি করা যাবে। তবে পর্ষদের তরফে এও জানানো হয়েছে, উচ্চমাধ্যমিকের ডকুমেন্টসের কপি ফেরত পাওয়া কিংবা ভুল সংশোধনের জন্য এই অফিশিয়াল ওয়েবসাইটে আনা হয়েছে। অনলাইন পোর্টাল পুরোপুরি চালু হলে ভবিষ্যতে অফলাইন সিস্টেম বন্ধ করে দেওয়া হবে।
আরও পড়ুন: Duare Sarkar Camp: নতুন ৪ টি প্রকল্প, এক্ষুনি দুয়ারে সরকার ক্যাম্পে যান