WBCHSE Class 11 Exam – বদলে গেল একাদশ শ্রেণীর পরীক্ষার নিয়ম! কি পরিবর্তন হতে চলেছে জেনে নিন।

Share:

বিগত বছরগুলিতে একাদশ শ্রেণির পরীক্ষা (WBCHSE Class 11 Exam) আর উচ্চমাধ্যমিক এর পরীক্ষা একসাথেই হতো। প্রথম শিফটে নেওয়া হত উচ্চ মাধ্যমিক আর দ্বিতীয় শিফটে নেওয়া হত একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা। কিন্তু এবার থেকে সেই নিয়মে পরিবর্তন এসেছে। একাদশ শ্রেণির পরীক্ষার টাইম টেবিল প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কবে হতে চলেছে 2024 এর একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা? প্র্যাকটিক্যাল পরীক্ষাই বা কবে নেওয়া হবে? কবে প্রকাশ হবে একাদশ শ্রেণির রেজাল্ট? জেনে নিন আজকের প্রতিবেদনে।

ADVERTISEMENTS

WBCHSE Class 11 Exam Paper and Routine Changed in 2024

WBCHSE Class 11 Exam Paper Change
এতদিন ধরে উচ্চ মাধ্যমিক আর একাদশ শ্রেণির (WBCHSE Class 11 Exam) পরীক্ষার প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকেই পাঠানো হত। কিন্তু এবার থেকে সেই নিয়মে এসেছে পরিবর্তন। এখন থেকে একাদশ শ্রেণির পরীক্ষার প্রশ্নপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে স্কুলগুলিকে। এমনকি জানিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা। স্কুলগুলিকে প্র্যাকটিক্যাল পরীক্ষাও দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

ভুল থেকেই শিক্ষা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ বড়সড় পরিবর্তন আনছে মাধ্যমিক পরীক্ষায়!

WBCHSE Class 11 Exam Routine Change
আগে সংসদের তরফ থেকেই একাদশ শ্রেণির পরীক্ষার (WBCHSE Class 11 Exam) রুটিন ঠিক করা হতো। কিন্তু এবার তেমন হচ্ছে না। শুধুমাত্র একটি নির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হয়েছে স্কুলগুলিকে। ওই তারিখের মধ্যে একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা শেষ করতে হবে। এখন থেকে স্কুল ঠিক করবে একাদশ শ্রেণির পরীক্ষার সম্পূর্ণ রুটিন ও প্রশ্নপত্র।

Nabanna Scholarship (নবান্ন স্কলারশিপ)

WBCHSE Class 11 Result
যেমন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে পরীক্ষার জন্য নির্দিষ্ট দিন স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে রেজাল্টের জন্যেও এমন ভাবে দিন ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। জানা যাচ্ছে, 2024 সালের 1st এপ্রিল থেকে 25th এপ্রিলের মধ্যে স্কুলগুলিকে সংসদের অফিসিয়াল পোর্টালে একাদশ শ্রেণির পরীক্ষার রেজাল্ট আপলোড করতে হবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখা নিয়ে নয়া জটিলতা। টেনশনে রয়েছে পরীক্ষার্থী ও শিক্ষকেরা।

আগে যেমনভাবে একাদশ শ্রেণির পরীক্ষা হতো তাতে বেশ কিছু পরিবর্তন এসেছে। এই কারণে চিন্তিত পরীক্ষার্থীরা। তবে হঠাৎ করে সংসদের তরফ থেকে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? তা এখনও জানা যায়নি। এই সম্পর্কে আরও তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন। আজকের প্রতিবেদনটি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন।
Written By Aindrila Dhani.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment