বর্তমানে আমাদের রাজ্যে প্রায় সকলেই প্রাইমারি টেটর পরীক্ষা নিয়ে খুব চিন্তিত। ডিসেম্বেরের শুরুতেই WBBPE Primary TET Admit Card পেয়ে যাবে পরীক্ষার্থীরা। সদ্যই প্রকাশ পেতে চলল এই পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোডের তারিখ এবং তারই সঙ্গে প্রকাশ পেল পরিক্ষাএ দিন। তো চলুন আর বেশি দেরি না করে এই টেট পরীক্ষা কবে থেকে শুরু হবে? এডমিট কার্ড ডউনলোড করার পদ্ধতি ও তারিখই বা কবে? সেই সঙ্গে এই পরীক্ষা কতটা নিরাপত্তা বন্ধনীর মধ্যে হতে চলেছে সেই সব তথ্য সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
WBBPE Primary TET Admit Card in 2023
প্রতি বছরের মতো এ বছরেও হাজার হাজার চাকরিপ্রার্থীরা চাকরি পাওয়ার আশায় এই পরীক্ষায় বসার আবেদন জানিয়েছেন। এই পরীক্ষার আবেদনের তারিখ অক্টোবর মাসেই শেষ হয়ে গেছে। এখন সেই পরীক্ষার এডমিট কার্ড হাতে পাওয়ার অপেক্ষায় আছে পরিক্ষার্থীরা। প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি নিয়ে নভেম্বর মাসের শুরু থেকেই সকলেই খুব ব্যাস্ত। এই ব্যাস্ততার মধ্যেই প্রকাশ পেল WBBPE Primary TET Admit Card এর তারিখ।
আগামী ১০ই ডিসেম্বের ২০২৩ আয়োজিত হতে চলেছে এই প্রাইমারি টেট পরীক্ষা। কিন্তু এই পরীক্ষার এডমিট কার্ড কবে পাবে তা নিয়ে পরিক্ষার্থীরা খুবই চিন্তিত ছিল। কারন এডমিট কার্ড হাতে পেলে তারা আরও ভাল করে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে। তাই পর্ষদের তরফ থেকে জানান হল যে, আগামী ২রা ডিসেম্বের এই WBBPE Primary TET Admit Card হাতে পাবেন পরিক্ষার্থীরা।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে যে, আগের বছরের তুলনায় এই বছর প্রাইমারি টেট পরীক্ষার আবেদনের সংখ্যা অনেকটাই কমেছে। গত বছরের চেয়েও এই বছরে আরও কড়া নিরাপত্তা বন্ধনীর মধ্যে এই পরীক্ষা নিতে চলেছে পর্ষদ। পরীক্ষার হলে নজরদারির জন্য সিসিটিভি, মেটাল ডিটেক্টের ছাড়াও থাকতে পারে ফিঙ্গার প্রিন্ট সিস্টেম। এক কথায় বলা যেতে পারে যে, এই প্রাইমারি টেট পরিক্ষাকে সর্বতোভাবে সফল করতে রাজ্য প্রশাসন অত্যন্ত তৎপর হয়ে উঠেছে।
প্রাইমারি টেটের এডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে?
১. সর্বপ্রথম WBBPE Primary TET Admit Card টি ডাউনলোড করার জন্য প্রার্থিদের wbbpeonline.com অথবা www.wbbprimaryeducation.org এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
২. এই ওয়েবসাইটে গিয়ে হোমপেজে প্রাইমারি টেট ২০২৩ অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কটি পেয়ে যাবেন।
প্রাইমারী টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন? জেনে নিন সঠিক পদ্ধতি।
৩. লিঙ্কটি পাওয়ার পর আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসের ডিটেলস দিয়ে লগ ইন করলেই স্ক্রিনে আপনার এডমিট কার্ডটি ডাউনলোডের অপশান পেয়ে যাবেন।
৪. এর পরেই আপনি আপনার WBBPE Primary TET Admit Card টি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। পরীক্ষার দিন এই এডমিট কার্ডটি অবশ্যই নিয়ে যাবেন।