নতুন বছরের আগেই রাজ্য সরকার স্বাস্থ্য ও পরিবার দপ্তর বিভাগের Swasthya Sathi Scheme এর নিয়মে এবার আনল এক বড় পরিবর্তন। আর এই পরিবর্তনের কারণে কি বদলে যাবে ব্যবস্থা? আপনার কি স্বাস্থ্য সাথী কার্ড আছে? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে এই স্বাস্থ্য সাথী প্রকল্পের নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Rules Change for Swasthya Sathi Scheme in West Bengal
Swasthya Sathi Scheme নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের জন্য ভীষণ উপকারী বলে প্রমাণ হয়েছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের আজ ব্যয়বহুল চিকিৎসা করাতে গেলে এখন আর বেশি চিন্তা করতে হয় না। এতদিন যেই নিয়ম মেনে Swasthya Sathi Scheme এর কাজ চলত, তাতেই এবার ঘটতে চলেছে পরিবর্তন। তবে আপনাদের এতে ভয় পাওয়ার কিছু নেই। এই নিয়ম কার্যকরী হতে চলেছে কেবলমাত্র ডাক্তারদের জন্য।
এখন থেকে Swasthya Sathi Scheme এর আওতায় যেকোনো পরিষেবা দিতে গেলে ডাক্তারদের পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে নিজেদের নাম নথিভুক্ত করাতে হবে। পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের তাঁদের নাম নথিভুক্ত থাকা এখন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এতদিন স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় পরিষেবা দেওয়ার সময় ডাক্তাররা কেবলমাত্র নিজেদের রেজিস্ট্রেশন নম্বর এর উল্লেখ করতেন।
আর পরে গিয়ে সমস্যায় পড়তে হত পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর কে। বিলের হিসেব মেলানো বা কোন চিকিৎসা সংক্রান্ত অভিযোগের তদন্ত করার সময় এই সমস্যা বেশি হত। তার কারণ ডাক্তাররা কেবলমাত্র নিজেদের রেজিস্ট্রেশন নম্বর লিখে দিতেন। রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী ডাক্তারের খোঁজ করতে গেলে একাধিক নাম সামনে আসত। আসলে ভিন রাজ্যের বহু ডাক্তার পশ্চিমবঙ্গে সেখানকার রেজিস্ট্রেশন নম্বরই ব্যবহার করে চিকিৎসা পরিষেবা দিতেন।
বদলে গেল স্বাস্থ্যসাথী প্রকল্পের নিয়ম। না মানলে ফ্রী চিকিৎসা ও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন না।
এইসব কথা চিন্তা করেই এখন এই নিয়মে পরিবর্তন আসতে চলেছে। Swasthya Sathi Scheme এর আওতায় পরিষেবা দিতে গেলে প্রতিটি ডাক্তারের সমস্ত তথ্য সঠিকভাবে স্বাস্থ্য দপ্তরের কাছে থাকা বাধ্যতামূলক। তাই প্রতিটি ডাক্তারকে Swasthya Sathi Scheme এর আওতায় পরিষেবা দিতে গেলে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের নিজেদের নাম নথিভুক্ত করাতে হবে।

এই নিয়ম যেমন এই রাজ্যের ডাক্তারদের জন্য বাধ্যতামূলক, তেমনই অন্যান্য রাজ্যের ডাক্তারদেরও এই রাজ্যে পরিষেবা দিতে গেলে এই নিয়ম মানতে হবে। ভিন রাজ্যের ডাক্তারদের এই রাজ্যে কাজ শুরু করার 6 মাসের মধ্যে নিজেদের নাম পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে নথীভুক্ত করাতে হবে। এই নিয়মের ব্যাপারে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকেও সতর্ক করে দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হল। আবেদন করলেই টাকা পাবেন।
যে সমস্ত ডাক্তারদের নাম পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত থাকবে না, তাঁরা বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় রোগীও দেখতে পারবেন না। এছাড়াও ডাক্তারদের এবার রাজ্যের স্বাস্থ্য পোর্টালে নিজেদের নাম নিবন্ধিত করতে হবে। এর জন্য তাঁদের নিজস্ব আধার কার্ড ও প্যান কার্ডের নম্বর পোর্টালে আপলোড করতে হবে।