ডিসেম্বরে হবে 2023 WB Primary TET Exam. ইতিমধ্যে আপনারা জেনে গেছেন 2023 টেট পরীক্ষার দিন বদলের খবর। তবে এই বছরের প্রাইমারি টেট পরীক্ষায় নিরাপত্তা বেশ জোরদার হতে চলেছে। আর সেই কারণেই জারি হয়েছে একগুচ্ছ নতুন নিয়ম। এই নিয়মগুলি না জানলে সমস্যায় পড়তে পারেন পরীক্ষার্থীরা। ত চলুন আর বেশি দেরি না করে WB Primary TET Exam এর নিয়মগুলি বিস্তারিতভাবে জেনে নিন। এবং আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন ও পেজটি ফলো করুন।
WB Primary TET Exam New Rules in 2023
আপনি কি এই বছর 2023 WB Primary TET Exam দিচ্ছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর কিছুদিন পরেই রাজ্যজুড়ে শুরু হবে 2023 WB Primary TET Exam. আগে টেট পরীক্ষা 10 তারিখে হওয়ার কথা ছিল। কিন্তু দিন বদল করে 24 শে ডিসেম্বর করা হয়েছে। এই টেট পরীক্ষায় 3 লাখের পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। 2023 প্রাথমিক টেট পরীক্ষায় কলকাতা সহ রাজ্যের প্রত্যেকটি জেলায় পরীক্ষা কেন্দ্র ফেলা হয়েছে।
মোট 773 টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করেছে পর্ষদ। পরীক্ষা শুরু হবে দুপুর 12 টায়। আর শেষ হবে দুপুর 2 টো 30 মিনিটে। এই বছর টেট পরীক্ষা নিয়ে বেশ কিছু নিয়ম জারি করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ফলে মনে করা হচ্ছে এই বছরের পরীক্ষা বেশ কড়াকড়ি হতে চলেছে। প্রতিটি শিক্ষাকেন্দ্র নিরাপত্তার জালে মুড়ে ফেলা হবে। পরীক্ষা যাতে স্বচ্ছ ভাবে হয় সেই কারণে একগুচ্ছ নিয়ম জারি করা হয়েছে। কী কী নিয়ম জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ? আসুন জেনে নিন।
2023 প্রাথমিক টেট পরীক্ষার নিয়ম
১. পরীক্ষা কেন্দ্রে জলের বোতল নিয়ে প্রবেশ করা যাবে না। তাহলে কি পরীক্ষার্থীরা জল ছাড়াই থাকবেন? একদম না। পরীক্ষার্থীরা চাইলে পরীক্ষা কেন্দ্র থেকে জলের পাউচ সংগ্রহ করতে পারবেন।
২. পরীক্ষা ক্ষেত্রে শাঁখা ও পলা পরে প্রবেশ করা যাবে না।
৩. পরীক্ষার্থীদের গায়ে রাখা যাবে না কোনো গয়না।
২০২৩ প্রাইমারি টেট নিয়ে বড় ঘোষণা পর্ষদের! কি বললেন গৌতম পাল
৪. পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার বোর্ড নিয়ে প্রবেশ করা যাবে না।
৫. পরীক্ষার্থীদের কাছে থাকা যাবে না কোনো ঘড়ি ও প্লাস্টিকের ব্যাগ।
৬. কোন ধাতব জিনিস সহ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা।
৭. পরীক্ষা কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
৮. বায়োমেট্রিক ছাপ দিয়েই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে।
৯. ইলেকট্রনিক কোন ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। ধরা পড়লে পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।
১০. পরীক্ষার্থীদের শরীরে তাবিজ বা মাদুলি জাতীয় কিছু থাকা চলবে না।
শেষ মুহূর্তে প্রাইমারী টেট পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশ। না মানলে পরীক্ষায় বসতে পারবেন না।
2022 সালের প্রাথমিক টেট পরীক্ষায় পাস করা প্রার্থীরা এখনও চাকরি পাননি। এদিকে শুরু হচ্ছে 2023 প্রাথমিক টেট পরীক্ষা। এই কারণে অসন্তুষ্ট অনেকেই। তাদের প্রশ্ন, এখনও গত বছরের টেট পাস প্রার্থীরাই চাকরি পেলেন না, তাহলে নতুন করে কেন টেট নেওয়া হচ্ছে? এই প্রসঙ্গে আপনাদের মন্তব্য আমাদের জানাতে ভুলবেন না।
Written by Aindrila Dhani.