Primary TET Admit Card – কিভাবে ডাউনলোড করবেন প্রাইমারি টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড? বিস্তারিত জেনে নিন।

Share:

ডিসেম্বের মাসেই হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা (Primary Tet 2023). আর এই আগেই ডাউনলোড করতে হবে Primary TET Admit Card. সেই সম্পর্কে বড় আপডেট জানিয়ে দিয়েছে West Bengal Board of Primary Education. তবে এবার প্রাথমিকের টেট পরীক্ষার (Primary Tet 2023) পূর্ব নির্ধারিত দিনে পরিবর্তন এসেছে। ২০২৩ প্রাথমিক টেট পরীক্ষা (Primary Tet 2023) হওয়ার কথা ছিল ১০ ই ডিসেম্বর। কিন্তু দিনক্ষণ পরিবর্তন হয়েছে। কবে এই পরীক্ষা হবে এবং কিভাবে ডাউনলোড করবেন Primary TET Admit Card? এই সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

ADVERTISEMENTS

West Bengal Primary TET Admit Card Download 2023

প্রাথমিক টেট পরীক্ষার দিন বেশ কয়েক মাস আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। সেই মতো প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছিলেন পরীক্ষার্থীরা। কিন্তু প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রত্যেক জেলার বিদ্যালয় পরিদর্শকদের চিঠি লিখে জানিয়ে দিয়েছেন পরীক্ষার দিন পরিবর্তনের কথা। ২০২৩ প্রাথমিক টেট পরীক্ষা (Primary Tet 2023) হওয়ার কথা ছিল ১০ ই ডিসেম্বর।

প্রাইমারি টেট পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড কিভাবে করবেন? জেনে নিন সহজ পদ্ধতি।

কিন্তু তারিখ পরিবর্তন করে করা হয়েছে ২৪ শে ডিসেম্বর। অর্থাৎ নির্দিষ্ট পরীক্ষার দিনের ১৪ দিন পর হবে পরীক্ষা। পরীক্ষা শুরু হবে ২০২৩ এর ২৪ শে ডিসেম্বর। সেদিন রবিবার। যাতে পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে না হয় সেই কারণেই ছুটির দিন দেখে পরীক্ষা ফেলা হয়। এবারও তার অন্যথা হয়নি। পরীক্ষা শুরু হবে দুপুর ১২ টায় আর শেষ হবে দুপুর ২ টো ৩০ মিনিটে।

মোট ১৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। ৬০ শতাংশ নম্বর নিয়ে টেট পরীক্ষা পাস করলে, তবেই তাঁরা পরীক্ষা পাসের সার্টিফিকেট পাবেন। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্য ছাড় রয়েছে। সংরক্ষিত পরীক্ষার্থীরা ৫৫ শতাংশ মার্কস পেলেই, তাঁদের পরীক্ষা পাসের সার্টিফিকেট দেওয়া হবে।

WBBSE

প্রাথমিক টেট পরীক্ষা ২০২৩ -এর অ্যাডমিট কার্ড (Primary TET Admit Card 2023) ডাউনলোডের পদ্ধতি

প্রাথমিক টেট পরীক্ষা ২০২৩ এর অ্যাডমিট কার্ড (Primary TET Admit Card Download 2023) ডাউনলোড করার জন্য সবার প্রথমে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpeprimaryeducation.org এবং www.wbbpe.org তে যেতে হবে। এই দুটি ওয়েবসাইট থেকেই প্রার্থীরা টেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় ঘোষণা! কি কি পরীক্ষায়

এরপর সেখান থেকে Important Link -এ ক্লিক করতে হবে। লিঙ্কটি ওপেন করার পর TET 2023 অপশনে ক্লিক করতে হবে। এরপর TET 2023 বক্সে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে Print Admit Card Download লেখা চলে আসবে। ওই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ লিখলেই ডাউনলোড করতে পারবেন আপনি আপনার প্রাথমিক টেট পরীক্ষা ২০২৩ এর অ্যাডমিট কার্ড (Primary Tet 2023).

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment