WB Gram Panchayat Recruitment 2024: শুরু পঞ্চায়েত ফর্ম ফিলাপ, মাধ্যমিক পাশে ৬,৬৫২টি শুন্যপদে আবেদন

Share:

WB Gram Panchayat Recruitment 2024: কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। যেখানে উল্লেখ করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর থেকে মোট ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন বিভাগের প্রায় ১৯ প্রকার পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সম্পন্ন করার জন্য তৈরি করা হয়েছিল একটি নতুন পোর্টাল।

ADVERTISEMENTS

WB Gram Panchayat Recruitment 2024

ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নামে ওই ওয়েব পোর্টালে শুরু হয়েছিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলেও প্রকাশ্যে আসছিল না কবে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া! অবশেষে অপেক্ষার অবসান। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে আবেদনের প্রক্রিয়া।

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছিল, মোট ৬৬৫২টি শূন্য পদে নিয়োগ করা হবে কর্মী। সেখানে উল্লেখ ছিল এই পদের ইচ্ছুক ব্যক্তিদের বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম মাধ্যমিক কিংবা সমতুল্য বোর্ড পাস। থাকতে হবে ৫০ শতাংশ নম্বরও (WB Gram Panchayat Recruitment 2024)।

এক্ষেত্রে বেতনসীমা রাখা হয়েছিল সর্বনিম্ন ২১,০০০ টাকা এবং সর্বোচ্চ ৫৪,০০০ টাকা পর্যন্ত। নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ৮৫ নম্বরের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে এমনটাই জানা গিয়েছিল।

কীভাবে (WB Gram Panchayat Recruitment 2024) করবেন রেজিস্ট্রেশন?

রেজিস্ট্রেশন করতে হলে ইচ্ছুক ব্যক্তিকে তার মোবাইল নম্বর, ইমেইল আইডি, জন্ম তারিখ, জেন্ডার নির্বাচন করে নিতে হবে। তারপর তৈরি করতে হবে একটি পাসওয়ার্ড। এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোডটি যথাযথ স্থানে বসাতে হবে। সর্বশেষে মোবাইল নম্বর ও প্রাপ্ত ওটিপি দিয়ে ভেরিফাই করে নিতে হবে নিজের আইডি।

কীভাবে লগইন পদ্ধতি সম্পন্ন হবে?

লগইনের জন্য প্রথমে রেজিস্টার করা মোবাইল নম্বরটি লিখে নিতে হবে স্ক্রিনে (WB Gram Panchayat Recruitment 2024)। সেই সময়ই লিখতে হবে পাসওয়ার্ডটি। ঠিকঠাক ক্যাপচ্যা দিলেই প্রার্থীদের নিজস্ব ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে চোখের সামনে। এরপর ক্লিক করতে হবে এডিট নাও অপশনে।

কীভাবে করবেন আবেদন?

এডিট অপশনে ক্লিক করার পরেই চাকরিপ্রার্থীদের নিজস্ব ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে চোখের সামনে। এই ড্যাশবোর্ডের সামনে রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভস নামে একটি টেবিল দেখতে পাবেন সকলে। এই টেবিলের মধ্যেই দেখা যাবে বিভিন্ন জেলার বিভিন্ন শূন্য পদের বিবরণ। সেখান থেকে ক্লিক করতে হবে পাশে থাকা এক লাইনে না অপশনে।

এরপর চাকরি প্রার্থীকে যথাযথভাবে পূরণ করে নিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি। এরপর লাল চিহ্নিত অপশনগুলি সমস্ত কিছুর সবুজ হয়ে যাবে। তারপর ক্লিক করতে হবে কনফার্ম এবং সেভ অপশানে। ডিক্লোরেশনের পাশে থাকা চেকবক্সে চেক অন করে অ্যাপ্লিকেশন প্রিভিউ এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে। অবশ্যই এই অ্যাপ্লিকেশনের একটি হার্ডকপি নিজের কাছে রাখতে হবে।

আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে

Written By Tithi Adak

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment