DA নিয়ে বড় আপডেট! নভেম্বরেই পড়তে পারে যবনিকা, আশার আলো দেখতে পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।

Share:

DA – পুরো খবর জানতে পড়ুন বিস্তারিত।

বর্তমানে ডিএ (DA) নিয়ে কেন্দ্রীয় সরকারের ঘোষণা র পর তোলপাড় রাজ্য এর সরকারি কর্মীদের একাংশ। দীর্ঘদিন থেকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বর্তমানে ৪২ শতাংশ সেখানে রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ৬ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। এই কারণেই সরকারের ওপর ক্রমশ্য চাপ বাড়াচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

এই নিয়ে দীর্ঘদিন মামলা চললেও সেই মামলার কোনরূপ নিষ্পত্তি এখনও হয় নি. দেশের শীর্ষ আদালতে চলছে এই মামলার শুনানি । তবে সুপ্রিম কোর্টে (Supreme Court) বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। রাজ্যে DA মামলাকারীরা আটটি তারিখ পেলেও শুনানি হয়নি। এখনো অবধি সরকারি কর্মীদের কোনো খুশি র খবর এসে পৌঁছায় নি।

এই গ্রাহকদের সারা জীবনের জন্য 450 টাকায় গ্যাস দেবে সরকার। পুজোর মুখে বড় ঘোষণা।

গত জুলাই মাসের ১৪তে শুনানির তারিখ দেওয়া হয়েছিল এই মামলাটিকে। ফের কবে এই মামলার শুনানি হতে পারে সেই তারিখ এখনো জানানো হয়নি। এরই মধ্যেই একটি খবর এল সরকারি কর্মীদের জন্য। কি সেই খবর চলুন দেখি

রাজ্য সরকারের কর্মীদের জন্য একটি সুখবর পাওয়া গেলো। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট বিষয়ে আপডেট দেওয়া হয়েছে। জানা গিয়েছে এই মামলার পরবর্তী শুনানি ৩ নভেম্বর ২০২৩ এ হওয়ার সম্ভাবনা। এবার নভেম্বর মাসের শুনানির খবর সামনে আসতেই কিছুটা আশার আলো এলো এই সকল কর্মীদের জন্য। এই শুনানির দিকে তাকিয়ে অধীর আগ্রহে চেয়ে বসে রয়েছেন রাজ্যের সকল সরকারি কর্মচারী ও পেনশনারগণ।

অনেকেরই আশা সেইদিনই হয়তো তাদের এতদিনের আন্দোলন সফল হবে।কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে এই মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন তাই অনেকে আশাহত ও হতে পারেন এমনটাও মনে করছেন অনেকে। এখন শীর্ষ আদালতে কী হয় সেটাই দেখার।

গত বছর ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল রাজ্য সরকারি কর্মীদের বকেয়া DA তিন মাসের মধ্যেই সরকারকে মিটিয়ে দিতে হবে। কিন্তু এই নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে পুর্নর্বিবেচনার আর্জি জানায় রাজ্য। সেখানেও কাজ না হওয়ায় রাজ্য সুপ্রিম কোর্টে যায় মামলা দায়ের করতে।

ডিসেম্বরেই টেট পরীক্ষা, প্রকাশিত হল তারিখ, আজ থেকে শুরু আবেদন প্রক্রিয়া, জানুন শেষ তারিখ কবে?

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment