Madhyamik Exam – ভুল থেকেই শিক্ষা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ বড়সড় পরিবর্তন আনছে মাধ্যমিক পরীক্ষায়!

Share:

Madhyamik Exam এর আগের সেই ভুলের পুনরাবৃত্তি করতে চায় না মধ্যশিক্ষা পর্ষদ! ভুল থেকেই শিক্ষা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এর প্রভাব পড়বে 2024 এর Madhyamik Exam এ! Madhyamik Exam যেকোনো পড়ুয়ার জীবনেরই প্রথম সব থেকে বড় পরীক্ষা। তাই এই নিয়ে স্বাভাবিকভাবেই ভয় থাকে পরীক্ষার্থীদের মনে। তার ওপর যদি পর্ষদের তরফ থেকেই ভুল ভ্রান্তি ঘটে! তাহলে সেই ভয় চিন্তার রূপ নিতে বেশি সময় নেয় না। তাই 2023 সালের ভুল আর করতে চাইছে না মধ্যশিক্ষা পর্ষদ। কী ছিল সেই ভুল? নতুন করে কী করতে চাইছে মধ্যশিক্ষা পর্ষদ? জেনে নিন আজকের প্রতিবেদনে।

ADVERTISEMENTS

West Bengal Board of Madhyamik Exam in 2024

মাধ্যমিক পরীক্ষা ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম সব থেকে বড় পরীক্ষা। এই নিয়ে তাদের চিন্তার শেষ থাকে না। তাই পরীক্ষার আগে অবশ্যই সমস্ত খুঁটিনাটি বিষয়ে জেনে নেওয়া ভীষণ দরকার। 2024 এর ফেব্রুয়ারি মাসে আয়োজিত হতে চলেছে Madhyamik Exam. এবার মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে আসতে চলেছে বদল। আর মাত্র 2 মাস বাকি আছে। জানা যাচ্ছে, আর অঙ্কের জন্য আলাদা করে গ্রাফ পেপার দেওয়া হচ্ছে না। Madhyamik Exam এর আগেই পর্ষদের তরফ থেকে এই জরুরী বিষয় জানিয়ে দেওয়া হল।

2023 মাধ্যমিক পরীক্ষায় অংক প্রশ্ন নিয়ে ঘটেছিল চরম বিপত্তি। বিভ্রান্তি দেখা দিয়েছিল সকলের মধ্যে। আসলে প্রশ্নে কোনো অসুবিধা ছিল না। কিন্তু সমস্যা দেখা দিয়েছিল গ্রাফ পেপারে। বেশ কিছু স্কুলের পরীক্ষার্থীরা অভিযোগ জানিয়েছিল তারা নিয়ম মেনে গ্রাফ পেপার পাইনি। তবে অন্যান্য স্কুলগুলিতে কিন্তু সঠিক সময়ে গ্রাফ পেপার দেওয়া হয়েছিল। গ্রাফ পেপারে গ্রাফ করে তা পরীক্ষার সাদা খাতার সাথে যুক্ত করে জমা দিতে হয়।

স্কুলে ভর্তির নতুন নিয়ম জারি করলেন স্কুল শিক্ষা দপ্তর। না মানলে পড়তে হবে অসুবিধায়।

এই তথ্য না জানার কারণে অনেক সময় বিতর্কের সৃষ্টি হয়। গ্রাফ পেপার না পাওয়ার কারণে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছিল। এবার আর সেই ভুলের পুনরাবৃত্তি করতে চাইছে না মধ্যশিক্ষা পর্ষদ। তাই এই নয়া পদক্ষেপ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবার থেকে আর আলাদা করে গ্রাফ পেপার দেওয়া হবে না। অংকের প্রশ্নপত্রের সাথেই যুক্ত করা থাকবে গ্রাফ পেপার।

Primary TET Admit Card (প্রাইমারি টেট অ্যাডমিট কার্ড)

ফলে সমস্যায় পড়তে হবে না পরিদর্শকদের ও পরীক্ষার্থীদের। এবার আগেরবারের বিভ্রান্তিকর পরিস্থিতি এড়াতেই এমন পদক্ষেপ বলে জানা যাচ্ছে। কোন পরীক্ষার্থী যদি গ্রাফ করতে না চায় তাও তাকে গ্রাফ পেপার দেওয়া হবে। যারা উত্তর দেবে তারা প্রশ্নপত্র থেকে গ্রাফ পেপার ছিঁড়ে নিয়ে সমাধান করে, উত্তরপত্রের সাথে তা যুক্ত করতে পারবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখা নিয়ে নয়া জটিলতা। টেনশনে রয়েছে পরীক্ষার্থী ও শিক্ষকেরা।

এমনকি ইতিহাস আর ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়েও এবার থেকে এই একই পদক্ষেপ নেবে পর্ষদ। ম্যাপ যুক্ত থাকবে প্রশ্নপত্রের সাথেই। একইভাবে ম্যাপ পয়েন্টিং করার পর উত্তরপত্রের সাথে তা জুড়ে দিতে হবে। এছাড়াও প্রশ্নপত্রে থাকবে কোডের উল্লেখ। ফলে প্রশ্নপত্র ফাঁস হলে জানা যাবে ফাঁসকারী পরীক্ষার্থীর তথ্য।
Written by Aindrila Dhani.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment