HS Exam 2024 – মাধ্যমিক ও HS পরীক্ষার প্রশ্নপত্রে থাকবে গোপন কোড। নিয়ম না জানলে পরীক্ষার খাতা বাতিল।

Share:

আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে HS Exam 2024. এবার আর একই ভুলের পুনরাবৃত্তি করতে চায় না শিক্ষা পর্ষদ! ভুল থেকেই শিক্ষা নিয়েছে শিক্ষা পর্ষদ। এর প্রভাব পড়বে 2024 এর মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি উচ্চ মাধ্যমিকেও! তো চলুন আর বেশি দেরি না করে এই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ADVERTISEMENTS

West Bengal Board HS Exam 2024 New Rules

মাধ্যমিকের নিয়ম মেনে উচ্চ মাধ্যমিকেও ইউনিক কোড ব্যবস্থা রাখতে চলেছে শিক্ষা পর্ষদ। এখন থেকে প্রশ্ন ফাঁস হলে প্রশ্ন ফাঁসকারীর পরিচয় সহজেই জেনে যাবে শিক্ষা পর্ষদ। প্রশ্নপত্রের ফাঁস আটকাতেই এমন অভিনব পদ্ধতি অবলম্বন করেছে উচ্চশিক্ষা পর্ষদ (HS Exam 2024). পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র হলের বাইরে এলেই সংসদ কর্তারা বুঝে যাবেন প্রশ্ন ফাঁসকারীর পরিচয়। এমনকি জানা যাবে, রাজ্যের কোন্ পরীক্ষা কেন্দ্র থেকে ফাঁস হয়েছে প্রশ্নপত্র?

এই প্রসঙ্গে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেছেন, সব প্রশ্নপত্রে একটি করে ইউনিক কোড উল্লেখ করা থাকবে। এই কোড প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও রাখা হয়। পরীক্ষা ব্যবস্থায় যাতে কোনও কারচুপি না হয় আর পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে শেষ হয়, সেই কারণে এমন পদ্ধতি নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ। এই ইউনিক কোড জয়েন্ট এন্ট্রান্স সহ চাকরির পরীক্ষাতেও দেখতে পাওয়া যায়।

এটি এক ধরনের বিশেষ সিকিউরিটি ফিচার। উচ্চমাধ্যমিকে মোট 60 টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। যার মধ্যে থেকে মাত্র 14 টি বিষয়ের প্রশ্নপত্রে রাখা হবে সিরিয়াল কোড। এছাড়াও HS Exam 2024 এর প্রশ্নপত্রের একাধিক জায়গায় থাকবে কিউআর কোড অথবা বারকোড। এই কোড স্ক্যান করে সংসদ কর্তারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। এই কোড তাঁরা নিজেদের সিস্টেমে স্ক্যান করতে পারবেন। এমনকি এই কোড থেকে জানা যাবে প্রশ্নের ইউনিক সিরিয়াল নাম্বার।

বদলে গেল একাদশ শ্রেণীর পরীক্ষার নিয়ম! কি পরিবর্তন হতে চলেছে জেনে নিন।

ফলে সহজেই অপরাধীকে সনাক্ত করা যাবে। এই কোড থেকে সহজেই বোঝা যাবে, কোন্ পরীক্ষা কেন্দ্রের কত নম্বর ঘর থেকে কে প্রশ্নপত্র ফাঁস করেছে? এই সব কিছুই রেকর্ডে থাকবে সংসদের কাছে। আপনারা শুনলে হয়তো অবাক হবেন, কোন্ পরীক্ষা কেন্দ্রে কত সিরিয়াল নম্বর থেকে কত সিরিয়াল নম্বরের প্রশ্নপত্র পাঠানো হচ্ছে সেই সব কিছুই রেকর্ডে থাকে সংসদের। প্রতিটি ঘরে কতজন পরীক্ষা দিচ্ছে সেই তথ্যও তাদের কাছে থাকে।

Madhyamik Exam (মাধ্যমিক পরীক্ষা)

ফলে প্রশ্নপত্র নিয়ে কারচুপি করলেই সহজে ধরা পড়ে যাবে দোষী। আমরা আগেই বলেছি, উচ্চমাধ্যমিকে 60 টি বিষয়েরর মধ্যে থেকে মাত্র 14 টি বিষয়ের প্রশ্নপত্রে এই ব্যবস্থা রাখা হবে। জানা যাচ্ছে, বিজনেস স্টাডিজ, কেমিস্ট্রি, রাষ্ট্রবিজ্ঞান, বায়োলজি, অংক, ফিজিক্স, ইতিহাস, সংস্কৃত, একাউন্টান্সি, ভূগোল, বাংলা, ইংরেজি ইত্যাদি বিষয়ে সিকিউরিটি কোড দেওয়া থাকবে। এই কোড পরীক্ষার্থীদের উত্তরপত্রেও লিখতে হবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা দেখা নিয়ে নয়া জটিলতা। টেনশনে রয়েছে পরীক্ষার্থী ও শিক্ষকেরা।

এটি 6 থেকে 7 ডিজিটের একটি ইউনিক কোড হতে চলেছে। এই কোড প্রত্যেককে নিজের উত্তরপত্রে লিখতে হবে। কোন প্রশ্নে যদি ইউনিক কোড না থাকে তাহলে ইউনিক কোড লেখার জায়গাটি ফাঁকা রেখে দিতে হবে। এছাড়া ‘অ্যাটেন্ডেন্স এন্ড সিগনেচার রেজিস্টার খাতা’ তেও কোন্ পরীক্ষার্থী কোন্ ইউনিক কোডের প্রশ্নপত্রে পরীক্ষা দিচ্ছে সেটিরও উল্লেখ রাখতে হবে। এই দায়িত্ব নিতে হবে HS Exam 2024 এর পরীক্ষার রুমের ইনভিজিলেটারদের‌।
Written By Aindrila Dhani.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment