Aikyashree Scholarship – ঐক্যশ্রী স্কলারশিপের টাকা কবে পাবে ছাত্রছাত্রীরা? এক ক্লিকে জেনে নিন।

Share:

রাজ্য সরকার মেধাবী পড়ুয়াদের জন্য বিভিন্ন স্কলারশিপ চালু করেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের জন্য চালু করা হয়েছে Aikyashree Scholarship. ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করলে 1 হাজার টাকা স্কলারশিপ পাওয়া যায়। এই স্কলারশিপ প্রথম শ্রেণী থেকে শুরু করে কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা পেয়ে থাকে। এমনকি বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া পড়ুয়ারাও এই স্কলারশিপের সুবিধা পেয়ে যায়। আপনি কি Aikyashree Scholarship এ আবেদন করেছেন? কিন্তু এখনও ব্যাংক একাউন্টে টাকা ঢোকেনি! এখন থেকে টাকা কবে আসবে নিজের ফোনের মাধ্যমেই চেক করা যাবে। জেনে নিন বিস্তারিত।

ADVERTISEMENTS

WB Aikyashree Scholarship 2024 Status Check

পশ্চিমবঙ্গের প্রায় 21 শতাংশ পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করে। আর ভারতবর্ষের মোট জনসংখ্যার প্রায় 16.4 শতাংশ পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করে। এইসব পরিবারের কাছে পড়াশোনা এক অলীক স্বপ্ন। এমন পরিবারগুলিতে অনেক মেধাবী সন্তান থাকা সত্ত্বেও টাকা পয়সার অভাবে উচ্চশিক্ষা লাভের স্বপ্ন তারা পূরণ করতে পারে না। তাদের কথা ভেবেই রাজ্য সরকার একাধিক স্কলারশিপের সুবিধা দিয়ে থাকেন।এই স্কলারশিপগুলি নির্ভর করে মেধা, জাতি ও পরিবারের আয় সহ বিভিন্ন বিষয়ের ওপর।

আবেদন পদ্ধতি

১. এই স্কলারশিপের আবেদন করার জন্য আবেদনকারী কে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত স্কুল, কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হতে হবে।
৩. আবেদনকারীকে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্গত হতে হবে।

Aikyashree Scholarship এ আবেদন করা সত্বেও এখনও অনেকেই ব্যাংক একাউন্টে টাকা পাননি। সহজেই নিজের মোবাইলের মাধ্যমে ব্যাংক একাউন্টে টাকা কবে আসবে তা চেক করতে পারবেন। আবেদন করার সময় যে নম্বর দ্বারা রেজিস্ট্রি করেছিলেন, সেই নম্বর ব্যবহার করেই এই তথ্য জানতে পারবেন।

পড়ুয়ারা কবে পাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা 12 হাজার? এখনই স্ট্যাটাস দেখে জেনে নিন।

স্ট্যাটাস চেক

স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করতে হবে। তারপর একটি পেজ খুলে যাবে। সেখানে ট্র্যাক এপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। এরপর শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যের কোন্ জেলায় অবস্থিত তা নির্বাচন করে OK অপশনে ক্লিক করতে হবে। তারপর রেজিস্ট্রেশন বর্ষ সিলেট করতে হবে।

Swami Vivekananda Scholarship (স্বামী বিবেকানন্দ স্কলারশিপ)

এরপর জেলার নাম সিলেক্ট করে এপ্লিকেশন আইডি অথবা মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। তারপর জন্ম তারিখ উল্লেখ করে ক্যাপচা কোড লিখতে হবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তাহলেই সামনে স্ট্যাটাস পেজ খুলে যাবে।

প্রাথমিক টেট পরীক্ষার নিয়ম পুরোপুরি বদলে ফেললো পর্ষদ।

ইনস্টিটিউট লেভেল ভেরিফাই, ব্লক লেভেল ভেরিফাই, ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই আর তারপর স্টেট লেভেল ভেরিফাই। স্টেট লেভেল ভেরিফাই হওয়ার 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যেই ব্যাংক একাউন্টে টাকা ঢুকে যাবে। তাই চিন্তা করবেন না। নির্বাচনের আগেই ছাত্রছাত্রীদের ব্যাংক একাউন্টে স্কলারশিপ এর টাকা ঢোকা শুরু হয়ে যাবে।
Written by Aindrila Dhani.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment