আপনার কি ভোটার আইডি কার্ড (Voter ID Card) করাতে হবে? বিস্তর ছোটাছুটি করতে হবে বলে চিন্তা করছেন? আর চিন্তা নেই। বাড়ি বসে মাত্র ১৫ দিনের মধ্যেই পেয়ে যাবেন ভোটার আইডি কার্ড। আমাদের ভারতবর্ষ ডিজিটাল ইন্ডিয়ার পথে এগিয়ে চলেছে। এখন সব কিছুই ঘরে বসে অনলাইনের মাধ্যমে করে নেওয়া সম্ভব। আগে ভোটার আইডি কার্ড তৈরি বা সংশোধনের জন্য অনেক ছোটাছুটি করতে হত। এখন সবটাই বাড়ি বসে করে নেওয়া সম্ভব।
Voter ID Card Online Application In India
নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া (ECI) সম্প্রতি চালু করেছে নতুন Standard Operating Procedure (SOP). আর এখন মাত্র পনেরো দিনের মধ্যে ঘরে বসেই ভোটার কার্ড (EPIC) পাওয়া যাবে। এখনো যাদের ভোটার কার্ড (Voter ID Card) হয়নি, এবার তাঁরা ঘরে বসে ভোটার কার্ড বানিয়ে নিতে পারবেন। এছাড়াও যদি কেউ ভোটার কার্ডে ভুল থাকে বা সংশোধন করতে চান, তাহলে সেটাও ঘরে বসে করা সম্ভব।
এখন অনেক কিছু সহজেই সমাধান করা যাচ্ছে। এখন ভোটার আইডি কার্ড (Voter ID Card) তৈরির হওয়ার সঙ্গে সঙ্গেই তা Department of Posts (DoP)-এর মাধ্যমে সরাসরি আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। এর ফলে আপনার কোন বাড়তি সমস্যা হবে না। এছাড়াও, আবেদনকারীরা SMS অ্যালার্ট, রিয়েল টাইম ট্র্যাকিং সুবিধাও পাবেন। এছাড়াও, আপনি আপনার ভোটার কার্ডের স্ট্যাটাস অনলাইনে চেক করে নিতে পারবেন।
ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করবেন কিভাবে?
- প্রথমে ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে সাইন-আপ করে নিতে হবে।
- একটি ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করুন।
- আগে থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড বানানো থাকলে তা দিয়ে লগ ইন করে নিন।
- লগ ইন করার পর নির্বাচন করে নিন “Fill Form 6” অপশনটি।
- উল্লেখ করুন সমস্ত ব্যক্তিগত তথ্য যেমন নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম, ঠিকানা ইত্যাদি।
- এরপর সমস্ত প্রয়োজনীয় নথি স্ক্যান করে বা ছবি তুলে আপলোড করুন।
- সমস্ত তথ্য যাচাই করা হয়ে গেলে সেটি সাবমিট করুন।
- মনে রাখবেন, সাবমিটের পর একটি রেফারেন্স নম্বর পাওয়া যাবে, সেটা দিয়ে স্ট্যাটাস ট্র্যাক করা যাবে।
আরও পড়ুন: আধার কার্ডের নতুন নিয়ম। দ্রুত এই কাজ না করলে সমস্যায় পড়বেন। বাড়ি বসে আপডেট করুন আধার কার্ড।
অনলাইনে স্ট্যাটাস চেক করবেন কিভাবে?
- আপনি যে ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করেছিলেন, এবার সেই ওয়েবসাইটে গিয়েই NVSP Portal লগ ইন করে নিন।
- এরপর ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে।
- এরপর ক্লিক করুন “Track Application Status” অপশনে।
- এরপর রেফারেন্স নম্বর ও রাজ্য নির্বাচন করে নিতে হবে।
- এগুলি সাবমিট করার পর আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের মহিলারা ৯০০০ টাকা পাবেন প্রতিমাসে। সেবা সখী প্রকল্পে আবেদন করুন
উপসংহার
এখন আবেদন করলেই মাত্র পনেরো দিনের মধ্যে ভোটার কার্ড ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসেই। বহু মানুষের সমস্যার সমাধান হবে এর দ্বারা। তাই আপনারও যদি ভোটার কার্ড করার থাকে কিংবা ভোটার কার্ড সংশোধন করার থাকে, তাহলে দ্রুত অনলাইনে আবেদন করুন।