Vivo Y01: স্মার্টফোন এখন আর বিলাসিতার জিনিস নয়। এই মুহূর্তে সবচেয়ে জরুরী ডিভাইস এটি। কারণ হাতের মুঠোফোন থেকে এক নিমেষে অনলাইনে অধিকাংশ কাজ করে ফেলা যায়। তার জন্য কোথাও গিয়ে ছুটোছুটি করতে হয় না। স্মার্টফোন ছাড়া এখন এক মুহূর্ত চলা মুশকিল। ব্যাংকিং সার্ভিস (Banking Service to Important Work) থেকে শুরু করে জিনিসপত্র কেনাকাটা, সরকারি এবং বেসরকারি স্তরের যেকোনো ধরনের কাজকর্ম সমস্ত কিছুই হাতের মুঠোফোন থেকে করে ফেলা যায়। আর তাই সকলেই লক্ষ্য রাখেন, টেলিকম মার্কেটে কখন সস্তায় ভালো স্মার্টফোন লঞ্চ হচ্ছে। স্মার্টফোন তো বহু রয়েছে, বিভিন্ন কোম্পানির মডেল রয়েছে, তবে সেই সবের দাম যথেষ্ট বেশি।
কিন্তু এখন তো সবারই প্রয়োজন এই মোবাইল ফোন। তাই একটু কম দামের মধ্যে সস্তায় বাজেট রেঞ্জের মধ্যে হলে অধিকাংশ মানুষ সেটা কিনতে সক্ষম হবেন। ফলে তার প্রয়োজনীয়তাও মিটবে। আর সেই দিকে নজর দিয়েই জনপ্রিয় কোম্পানি যথেষ্ট সস্তায় একটি নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করেছে (Cheapest New Smartphone Launched Vivo) Vivo কোম্পানি এই স্মার্টফোনটি লঞ্চ করেছে। এখনো পর্যন্ত ফোনের স্পেসিফিকেশন সম্বন্ধে যা জানা গিয়েছে, তাতে iPhoneকেও টেক্কা দিতে পারে এই সস্তার স্মার্টফোন। ভিভোর এই নতুন মডেলের বাজেট রেঞ্জের স্মার্টফোনটির Features একবার দেখে নেওয়া যাক।
Rationing System: রেশন দোকানেই ব্যাঙ্ক! টাকা জমা-তোলা থেকে আর কি কি করা যাবে, দেখুন
এবারে চলুন এই স্মার্টফোন এর ফিচার গুলো দেখে নেওয়া যাক:
স্মার্টফোনটি হল Vivo YO1. এই স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫১ ইঞ্চির HD ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট 60hz. এছাড়া স্মুথ গেমিং পারফর্মেন্স এর জন্য ফোনটিতে Tek Helio P35 SoC Processor ব্যাবহার করা হয়েছে। 2GB RAM 32 GB Storage পাবেন সাথে, স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন এক্ষেত্রে দাম একটু বাড়বে। 10 Watt Fast Charging সহ 5000 MAH ব্যাটারি রয়েছে। 5 Megapixel Front সেলফি ক্যামেরা এবং F/2.0 Apparture-এর সঙ্গে 8 Megapixel ফ্রন্ট ক্যামেরা যা দিয়ে আপনি হাই কোয়ালিটি ফটো তুলতে পারবেন।
এবার আসা যাক, আসল প্রশ্নে, Vivo-র নতুন মডেলের এই স্মার্টফোনের দাম কত? শুনলে অবাক হয়ে যাবেন, মাত্র ৮ হাজার ৯৯৯ টাকায় কিনতে পারবেন ভিভোর এই নতুন স্মার্টফোন।