Top 6 Pension Schemes: অবসরের পর হাতে পেয়ে যাবেন একেবারে মোটা টাকা পেনশন! কেন্দ্র সরকারের একাধিক ধামাকা স্কিমে রয়েছে বিশাল লাভ! জানেন, কোনটিতে কেমন লাভ রয়েছে?
What are the Top 6 Pension Schemes
দেশবাসীর ভবিষ্যতের কথা মাথায় রেখেই ইতিমধ্যেই একাধিক পেনশন স্কিম চালু করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। পেনশন স্কিমের বিনিয়োগের অবসরকালীন সুবিধা, স্বাস্থ্য ব্যবস্থা, ভ্রমণের খরচ সহ অনেক কিছুই প্রদান করা হয়ে থাকে এই স্কিমের আওতায়। রয়েছে বেশ কিছু পেনশন স্কিম যেগুলোতে বিনিয়োগ করলেই বেশ ভালো পরিমাণে টাকা পাবেন অবসরের পর।
কোন কোন পেনশন স্কিম রয়েছে?
অবসরের পর টাকা পাওয়ার জন্য যে সমস্ত পেনশন স্কিম (Top 6 Pension Schemes) রয়েছে সেগুলি হল নিম্নরূপ:
- ন্যাশনাল পেনশন সিস্টেম
- ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধবস্থা পেনশন স্কিম
- অটল পেনশন যোজনা
- মাসিক আয়ের স্কিম
- ইপিএফও পেনশন স্কিম
- মিউচুয়াল ফান্ড এসআইপি
ন্যাশনাল পেনশন সিস্টেম
ন্যাশনাল পেনশন সিস্টেম অনুযায়ী ৬০ বছর থেকে ৬৫ বছরের মধ্যে যে কোনও ভারতীয় নাগরিক এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। এবং একটা সময়ের পর মাসে মাসে পেনশন পেয়ে যাবেন।
ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধাবস্থা পেনশন স্কিম
ওদিকে ইন্দিরা গান্ধী জাতীয় বৃদ্ধাবস্থা পেনশন স্কিম অনুযায়ী পেনশন পাওয়া যায় মাসে মাসে। বিপিএল বিভাগ অনুযায়ী ৬০ থেকে ৭৯ বছর বয়সী প্রবীণ নাগরিকেরা মোট ৩০০ টাকা করে মাসিক স্টাইপেন্ড পাওয়ার সুবিধা পেয়ে থাকেন। এক্ষেত্রে যদি কারোর বয়স ৮০ বছর পার হয়ে যায় সেক্ষেত্রে তিনি মাসে ৫০০ টাকা পান।
অটল পেনশন যোজনা
অটল পেনশন যোজনা অনুযায়ী গরিব সুবিধাবঞ্চিত এবং অসংগঠিত কর্মক্ষেত্রে শ্রমিকেরা মাসে পেয়ে যান হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত সুবিধা। এক্ষেত্রে ১৮ বছর থেকে ৪০ বছর বয়সে বিনিয়োগ করা শুরু করতে হয়।
মাসিক আয়ের স্কিম
মাসিক আয়ের স্কিম (Top 6 Pension Schemes) অনুযায়ী এর মাধ্যমে প্রত্যেক মাসে উপার্জন করে নিতে পারবেন। এই স্কিম অনুযায়ী প্রত্যেক মাসে সুবিধা থাকে দশ হাজার টাকা পর্যন্ত উপার্জন করে নেওয়ার।
মিউচুয়াল ফান্ড এসআইপি
মিউচুয়াল ফান্ড এসআইপির মাধ্যমে যদি কেউ বিনিয়োগ করে থাকেন তাহলে বিশেষজ্ঞদের পরামর্শ ভিত্তিতে অবসরের পর পেয়ে যাবেন মোটা অংকের টাকা।
ইপিএফও পেনশন স্কিম
এই পেনশন স্কিম (Top 6 Pension Schemes) অনুযায়ী বেতনভোগী কর্মীদের মাসিক অবদানের জন্য একটি বিশাল তহবিল তৈরি করেছে সরকার। যদি কোনও ব্যক্তি এখানে ১০ বছরের জন্য টাকা জমিয়ে রাখেন তাহলে পরবর্তীকালে তিনি মোটা অংকের পেনশন পাওয়ার অধিকারী হয়ে যান। পেনশনের পরিমাণ এবং অবদানের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে।