দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হল জিও। জিও তার গ্রাহকদের হামেশাই নতুন নতুন রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan) অফার করে। রিলায়েন্স জিও ২০১৬ সাল থেকে স্থাপিত হয়েছে তারপর থেকে ঝড়ের গতিবেগে এই ইন্টারনেট সংস্থা আধিপত্য বিস্তার করেছে। জিও সিমে খুবই ভালো নেটওয়ার্ক স্পিড এবং নিরাপত্তাজনক সংস্থা হওয়ার জন্য ভারতবর্ষের জনগণ jio network ব্যবহার করে এবং ধীরে ধীরে এই সিমের ব্যবহারের সংখ্যা বেড়েই চলেছে। এজন্য এখন ভারতবর্ষের ঘরে ঘরে এই ইন্টারনেট ব্যবহার করে থাকেন। সম্প্রতি রিলায়েন্স জিওর অধীনে ভারতবর্ষে 5G নেটওয়ার্ক প্রচলিত হয়েছে । ভারতবর্ষে বর্তমানে জিও এর 5G ইউজার ধীরে ধীরে বেড়েই চলেছে। এবং তারা jio 5g এর আনলিমিটেড পরিষেবা গ্রহণ করছে ।
কিন্তু ভারতবর্ষের মানুষেরা এখনো 4G নেটওয়ার্ক ইউজ করছে। বর্তমানে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ 4G এর সুবিধা ইউজ করছে। এই গ্রাহকদের মধ্যে যদি আপনিও হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিশেষ সুবিধা জনক এবং সস্তা রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan)। সারাদিনের জন্য ১GB জিবি এবং ১.৫GB ডাটা প্ল্যান, অত্যন্ত সুবিধা জনক এবং সস্তা রিচার্জ প্লেন 4G ইউজারদের জন্য। বিস্তারিত সস্তা রিচার্জ প্ল্যান জানতে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
Top 5 valuable Jio Recharge Plan
১৪৯ টাকার রিচার্জ প্ল্যানঃ- জিও সিমের মধ্যে সব থেকে সস্তা প্ল্যান হলো এই ১৪৯ টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানের ভ্যালিডিটি ২০ দিন। জিওর এই রিচার্জ প্ল্যানে পেয়ে যাবেন প্রত্যেকদিন ১GB করে ডাটা এবং তার সাথে পেয়ে থাকবেন ১০০ টি এসএমএস এবং আনলিমিটেড কল পরিষেবা। তার সাথে পাবেন জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন। জিও টিভির মাধ্যমে আপনি ফ্রিতে ক্রিকেট, মুভি ,এবং কার্টুন দেখতে পাবেন।
১৭৯ টাকার রিচার্জ প্ল্যানঃ- এরপর জেনেনিন ১৭৯ টাকার জিও প্ল্যান সম্বন্ধে। এই প্ল্যানটি ১৪৯ টাকার প্ল্যানের হুবহু বা একই রকম। এই প্ল্যানটির বৈধতা ২৪ দিন। জিওর এই প্ল্যানে পাবেন আনলিমিটেড কল, ১ জিবি করে ডাটা প্রতিদিন এবং ১০০ টি এসএমএস।
১৯৯ টাকা রিচার্জ প্ল্যানঃ- এই প্ল্যানটির দ্বারা আপনি পাবেন ১.৫ জিবি প্রত্যেকদিন ও আনলিমিটেড কল এবং ১০০ টি এসএমএস। এই প্ল্যানটি ২৪ দিনের মধ্যে সীমাবদ্ধ থাকে। এবং এর সাথে জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যাবেন।
২০৯ টাকার রিচার্জ প্ল্যানঃ- সস্তা রিচার্জ প্লানের মধ্যে আরেকটি হলো ২০৯ টাকার রিচার্জ প্ল্যান। এই প্ল্যানটি ২৮ দিনের জন্য সীমাবদ্ধ থাকে। এবং প্রত্যেকদিন ১GB করে ডাটা এবং ১০০ টি এসএমএস এর সাথে পাবেন জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।
২৩৯ টাকা রিচার্জ প্ল্যানঃ- সবথেকে সস্তা রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan) এর অন্তিম রিচার্জ প্ল্যান হলো এটি। এই প্ল্যান তুলনা মূলকভাবে বেশি সুবিধা জনক এবং সব থেকে বেশি সাহায্য প্রদান করে। এটিতে ১.৫ GB ডাটা প্রত্যেকদিন এবং ১০০ এসএমএস ও আনলিমিটেড কল। এই প্ল্যানটি ২৮ দিনের জন্য সীমাবদ্ধ । যদি গ্রাহকের ফোন 5G হয় তাহলে এই প্ল্যানের মাধ্যমে 5G নেটওয়ার্ক কানেক্ট করতে পারবেন গ্রাহকরা এবং তার সাথে ফ্রিতে আনলিমিটেড ডাটা ইউজ করতে পারবে।
অবশ্যই পড়ুন » Aadhaar Card Safety – অসাবধান হলেই বিপদ। আধার কার্ডের তথ্য সুরক্ষিত করতে এই কাজ এক্ষুণি করুন।
এবছর দীপাবলিতে জিও রিচার্জ প্ল্যানগুলির (Jio Recharge Plan) মধ্যে নতুন কোন রিচার্জ প্ল্যান এড করা হয়নি কিন্তু জিও এর পুরনো রিচার্জ প্ল্যান গুলি অন্যান্য টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যানের তুলেনায় অধিক সাশ্রয়ী।