শীতে কাঁপছে গোটা দক্ষিণবঙ্গ। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আবার সর্তকতা জারি হয়েছে নতুন করে। Today Weather Report অনুযায়ী মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সপ্তাহের শুরুর দিকেই হবে বৃষ্টিপাত। জেনে নিন বিস্তারিত। চলতি সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় হবে বৃষ্টিপাত, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রামে। তবে বেশ কিছু জেলার আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
Today Weather Report
দক্ষিণবঙ্গের 12 টি জেলা অর্থাৎ হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। এ তো গেল দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর। কিন্তু উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন আজকের প্রতিবেদনে। Today Weather Report অনুযায়ী উত্তরবঙ্গে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার দার্জিলিং আর কালিম্পং হালকা বৃষ্টিপাতের সাথে হবে তুষারপাত। কিন্তু উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। বুধবারও বৃষ্টিপাতের আবহাওয়া বজায় থাকবে। বুধবার দক্ষিণবঙ্গের কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, বাঁকুড়া, নদীয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
অপরদিকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, নদীয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর উত্তর ২৪ পরগনা জেলায় বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। (Today Weather Report )
আরও কমবে তাপমাত্রা, জেলায় বৃষ্টির সম্ভবনা! কোন কোন জায়গায়?
তবে উত্তরবঙ্গে বুধবার তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যটকরা চাইলে এই সময় তুষারপাতের মজা নিতে পারবেন। দার্জিলিং হালকা তুষারপাত হবে বুধবার। অপরদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি জেলায় বৃষ্টিপাত হবে না। বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত না হলেও কালিম্পঙে আর দার্জিলিঙে তুষারপাত হতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে (Today Weather Report) খবর এদিন দার্জিলিং আর কালিম্পঙে হয়তো ও বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে। আপনাদের জানিয়ে রাখি বৃষ্টিপাতের পাশাপাশি মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় থাকবে কুয়াশার দাপট। পুরুলিয়ায় চলবে শৈত্য প্রবাহ। এই সময় মাঝারি থেকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।
আবার জাঁকিয়ে শীত অনুভব করবে বঙ্গবাসী! আগামী কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? জেনে নিন।
কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, দার্জিলিং জেলায় ঘন কুয়াশার দেখা মিলবে। বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়াতে বিশেষ কিছু পার্থক্য আসবে না। (Today Weather Report)