পুজোর ছুটিতেও হবে ক্লাস! কী জানালো মধ‍্যশিক্ষা পর্ষদ

Share:

গরমে তীব্র দাবদাহের কারনে দূমাস স্কুল বন্ধ ও পাশাপাশি পঞ্চায়েত ভোটের জন‍্য অতিরিক্ত ছুটি ধার্য করায় মাধ‍্যমিক ও উচ্চমাধ‍্যমিক টেস্ট পরীক্ষার আগে সিলেবাস শেষ করতে হিমসিম খাচ্ছেন বিভিন্ন স্কুলের শিক্ষকরা। এমন অবস্থায় বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকরা পাঠ‍্যক্রম শেষ করতে অতিরিক্ত দিন স্কুল খোলা রাখার প্রস্তাব দিয়েছেন।

ADVERTISEMENTS

অতিরিক্ত ছুটি দেওয়ায় বছরে পরীক্ষার সিলেবাস শেষ আদৌ হবে কিনা এই নিয়ে দুশ্চিন্তায় আছেন বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা। আর তাই পাঠ‍্যক্রম দ্রুত শেষ করতে লক্ষীপুজো ও কালীপুজোর মাঝখানে ৭ দিন স্কুল খোলা রাখার পরামর্শ দিয়েছেন। তবে এই স্কুল খোলার জন‍্য মধ‍্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি বিশেষ প্রয়োজন। কিছু প্রধান শিক্ষকদের মতে, পুজোর মাঝে স্কুল খোলা রাখার জন‍্য মধ‍্যশিক্ষা পর্ষদের অনুমতি বিশেষ প্রয়োজন।

এই তারিখের আগেই রেশন-আধার লিঙ্ক করাতে হবে, নাহলে পড়বেন মহাবিপদে

কেননা মধ‍্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি না করলে মুষ্টিমেয় কিছু স্কুল নিজেদের দায়িত্বে পঠনপাঠন শুরু করলেও অধিকাংশ স্কুল সেই সিদ্ধান্তে রাজি হবে না। এছাড়া শিক্ষকরাও আসতে চাইবেন না কেননা অনেকেই পুজোর ছুটি কাটানোর অনেকরকম পরিকল্পনা করে রাখেন।

তবে মধ‍্যশিক্ষা পর্যদের সুত্রের খবর অনুযায়ী, লক্ষীপুজো ও কালীপুজোর মাঝখানে স্কুল খোলার পরিকল্পনা এখনও কার্যকর হয়নি। তবে পর্ষদের এক কর্মকর্তার মতে, “এই বছর নানা ছুটির কারনে অধিকাংশ সময় স্কুল বন্ধ থাকায় পুজোর নির্ধারিত ছুটির মধ‍্যে স্কুল খুললে আখেরে শিক্ষার্থীদেরই লাভ হবে।” কিছু কিছু শিক্ষক এবিষয়ে সহমত প্রকাশ করলেও সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার বিষয়ে কোন খবর জানা যায়নি।

পোস্ট অফিসের নয়া স্কিম! ৫০০০ টাকার বদলে হয়ে যান লাখপতি

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment