নিজস্ব সংবাদদাতা: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই বাঙালিদের শ্রেষ্ঠ পূজো দূর্গাপুজোর শুরু। প্রত্যেকবছরেই দূর্গাপূজোর জন্য বিভিন্ন সংস্থার পাশাপাশি রাজ্য সরকারও অতিরিক্ত বোনাস (Bonus Hike), একটানা ছুটি ও অগ্রীম বেতন উপহার হিসেবে দিয়ে থাকেন। এবারেও অবশ্য তার অন্যথা হয়নি। ইতিমধ্যেই সরকারী কর্মচারীদের ছুটি ও বেতন নিয়ে খুশির খবর শুনিয়ে দিয়েছে রাজ্য সরকার, এরপর ছুটির হাওয়া বয়ে গেল বোনাসের দুর্দান্ত খবরেও।
মধ্যবিত্তদের জন্য বড় সিদ্ধান্ত নিলো RBI, হাতে এবার দারুন সুযোগ
বিগত বেশ কিছু বছর ধরে কেন্দ্রীয় কর্মীরা (Government Employees) ন্যায় ন্যায্য ভাতা পাওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে বহু আন্দোলন সত্বেও মুখ খোলেনি রাজ্য সরকার। আর স্বাভাবিকভাবেই প্রত্যাশা পূরন না হওয়ায় দিন দিন ক্ষোভ বাড়ছে রাজ্যের সরকারি কর্মচারীদের। অবশ্য পূজোর আগে সরকারী কর্মচারীদের মুখে হাসিও ফুটিয়েছেন সরকার বিভিন্ন উপহারের মাধ্যমে।
আনন্দের খবর, এই বছর রাজ্য সরকারের (State Government) তরফ থেকে ‘অ্যাড হক বোনাস’ হিসেবে ৫৩০০ টাকা বোনাস দেওয়া হচ্ছে সকল কর্মচারিদের। আগের বছরের তুলনায় ৫০০ টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। পূজোর আগে এই বোনাস কর্মচারীদের অনেক কাজে আসবে বলে আশা করা হচ্ছে।
Kolkata Fatafat – কলকাতা ফটাফট খেলার গোপন টিপস! এভাবে খেললে প্রত্যেকটা বাজি জিতবেন
অবশ্য প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের সকল সরকারী কর্মচারীরা অবশ্য এই বোনাস পাবেন না। যে সকল রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারিদের বেতন ৩৯০০০ টাকার মধ্যে তারাই কেবল এই বোনাস পাবেন। এছাড়া গ্রুপ ডি ও লোয়ার ক্লার্ক হিসেবে যুক্ত ব্যক্তিরাও এই বোনাস পাবেন। পাশাপাশি এই বোনাস পাবেন বিভিন্ন স্তরের অস্থায়ী কর্মীরা ও সদ্য নিয়োজিত কর্মচারীরা। এছাড়াও গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, শিলিগুড়ি মহকুমা পর্ষদ, জিটিএ এবং ডিআরডিসি-তে কর্মরত ব্যক্তিরা দূর্গা পূজার আগে রাজ্য সরকার প্রদত্ত এই বোনাস পাবেন।