ঘরের বাঁধন ছেড়ে পাড়ি দিন একফালি সবুজে! পাহাড়ি আবেশে দোসর হোক সত্যজিৎ-ভক্ত বাঙালির নস্টালজিয়া

Share:

আমাদের চোখ সবুজ চায়! কিন্তু চোখ মেলতেই দেখি আশে পাশের বালি সিমেন্টের বিশাল বিশাল ইমারতে ঢেকে গেছে নীল আকাশ। সবুজের ক্যানভাস এখন অতীত! এই সকল যাবতীয় ঘরের বাঁধন ছেড়ে যদি ডুব দেওয়া যায় সবুজ প্রকৃতির কোলে? কেমন হবে বলুন তো? বাস্তবে হয়ত সবসময় এমনটা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু কিছুক্ষণের জন্য এমন পাহাড়ি আবেশে আপনিও হারিয়ে যেতে পারেন সহজেই। সম্প্রতি সারেগামা বাংলা মিউজিক চ্যানেলে, গায়িকা অন্তরা মিত্রের কণ্ঠে নব রূপে প্রকাশ পেয়েছে “আহা কী আনন্দ” গানটি। সত্যজিৎ রায়ের মস্তিষ্কপ্রসূত এই গান যেন, বাঙালির জীবনে এক জিয়ন কাঠির ছোঁয়া।

ADVERTISEMENTS

পুজোর মাস ‘অক্টোবরে’ কতদিন চলবে ছুটির আমেজ? দেখে নিন একনজরে

“আহা কী আনন্দ” একটি মিউজিক ভিডিও। সামাজিক মাধ্যমের অতি পরিচিত মুখ কিরণ মজুমদার রয়েছেন মূখ্য কেন্দ্রে। শহুরে যান্ত্রিক জীবনের বাঁধন খুলে তিনি পাড়ি দিয়েছেন ছোট্ট এক পাহাড়ি গ্রামে। যেখানে কেবল সবুজের মেলা! নেই কোনও যান্ত্রিকতা, নেই ব্যস্ততা এবং রোজনামচার দৌরাত্ম্য! আছে কেবল এক আকাশ আনন্দ এবং শান্তি। সহস্র বন্ধন ছিন্ন করে মুক্তির স্বাদ পাওয়ার আনন্দেই তাই তাঁর মন গেয়ে ওঠে, “আহা কী আনন্দ আকাশে বাতাসে..”! পাহাড়ি নদী, ঝর্না, রংবেরঙের ফুলের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে কিরণের। আরও একবার ছোটবেলায় হারিয়ে যেতে, হাত ধরেছেন পাহাড়ি শিশুদের। “আহা কী আনন্দ” নামের একটি ছোট্ট স্কুলে ছোট ছোট পাহাড়ি শিশুদের লেখাপড়ার তালিম দিচ্ছেন এই শহুরে তনয়া।

অক্টোবরে টানা ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! বিপদ এড়াতে দেখুন সম্পূর্ণ তালিকা

সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি “হীরক রাজার দেশে” এর এই গানকে, নবরূপে প্রাণ দিয়েছেন অন্তরা মিত্র। পাহাড়ি আবেশের মাঝে নস্টালজিক এই চিরসবুজ গানটির এমন অনবদ্য পরিবেশনা মন ছুঁয়ে গেছে শ্রোতা মহলের। ইতিমধ্যে দু হাজারের বেশি মানুষ সাক্ষী থেকেছেন এমন স্নিগ্ধ, সুন্দর পাহাড়ি পরিবেশের।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment