5G Update 2024: বিনামূল্যে আর ব্যবহার করা যাবে না 5g পরিষেবা! এবার ফোরজির মতো ফাইভজি পরিষেবা ব্যবহার করতে দিতে হবে মোটা অংকের টাকা!
যারা ইতিমধ্যেই জিও কিংবা এয়ারটেল ব্যবহারের সঙ্গে যুক্ত তারা ফাইভ-জি ইন্টারনেটের সুবিধা পেয়ে থাকেন। আগের বছর অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকেই চালু করে দেওয়া হয়েছিল জিও ফাইভ জি। তারপর থেকে প্রত্যেক গ্রাহক যাদের ফাইভ জি সেট রয়েছে তারা ব্যবহার করেছেন ফ্রিতে পরিষেবা (5G Update 2024)।
এবারে শোনা যাচ্ছে চলতি বছর সেকেন্ড কোয়াটার থেকে আর বিনামূল্যে ৫ জি ব্যবহার করতে পারবেন না গ্রাহকেরা। দিতে হবে মোটা অংকের টাকা। বর্তমানে জিও এবং airtel-এর জন্য যেমন নির্দিষ্ট ফোর জি প্যাক রয়েছে ঠিক সেই ভাবেই 5g-কেও কিছু নির্দিষ্ট রিচার্জ প্ল্যানের আন্ডারে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে।
ফাইভ জি (5G Update 2024) রিচার্জ প্ল্যানের দাম কত হতে পারে?
বিশেষজ্ঞদের মতে 5g রিচার্জ প্ল্যান এর দাম হতে পারে ফোরজি থেকে ১০% বেশি। অর্থাৎ কোনও গ্রাহক যদি ফাইভ-জি নেটওয়ার্কের সুবিধা পেতে চান তাহলে তাকে এক্সট্রা ১০% টাকা দিতে হবে।
ইতিমধ্যেই ব্যবহারকারীরা ফাইভ-জি ব্যবহার করতে গিয়ে দেখেছেন ফোরজির তুলনায় বেশ অধিক পরিমাণে ৫জি নেটওয়ার্ক কনজিউম করে থাকে। বর্তমানে ফোরজি পরিষেবা ব্যবহার করতে গিয়ে দুই জিবিতে যেখানে গোটা দিন ব্যবহারকারীর চলে যায় কিন্তু ৫জি পরিষেবার ক্ষেত্রে সেটি একদমই হবে না (5G Update 2024)। এর জন্য লাগবে আরো বেশি নেট।
কীভাবে 5g নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা পাবেন?
যেসব ব্যবহারকারীর ফোন ৫জি এবং তার অঞ্চলে ৫জি পরিষেবা সাপোর্ট করে তারা ৫জি ব্যবহার করতে পারবেন। মনে রাখা দরকার অনেকেরই ৫জি ফোন হওয়া সত্ত্বেও ফোন ৫জি সাপোর্ট করছে না (5G Update 2024)। এক্ষেত্রে তাদের যোগাযোগ করতে হবে কাস্টমার কেয়ার অথবা জিও সেন্টারে।
5g চালু হওয়ার পর কি ফোরজি পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে?
না। আগে যেভাবে গ্রাহকেরা ফোরজি পরিষেবা পেয়ে এসেছেন তারা প্রত্যেকেই বিনা বাঁধায় ফোরজি ব্যবহার করতে পারবেন।
Written By Tithi Adak
আরও খবর জানতে ফলো করুন আমাদের দৈনিক নিউজ বাংলাকে।